Sunday, 17 November, 2024

সর্বাধিক পঠিত

ফুলকপি কোন কোন জাতের হয়, ও তার নাম কি

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যফুলকপি কোন কোন জাতের হয়, ও তার নাম কি
Md Bashir, Sreemangal asked 2 years ago

ফুলকপি চাষ করতে চাই, কিন্তু কি কি জাত আছে ও কোন জাত চাষাবাদ করলে ভাল হবে জানতে তাই ?
ফুলকপি কোন কোন জাতের হয়, ও তার নাম কি

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 2 years ago

ফুলকপি কোন কোন জাতের হয়, ও তার নাম কি ? ফুল কপি বিভিন্ন জাতের হয়ে থাকে এগুলো হচ্ছে-

ফুলকপি – এর জাত সমূহ

জাতের নামস্থানীয় নামজীবন কালউৎপাদন
বারি ফুলকপি ১রূপারোপণের ৪৫-৫৫ দিন পর প্রপুষ্প মঞ্জুরী দেখা দেয় এবং ৬০-৭০ দিন পর সংগ্রহের উপযুক্ত হয়।২৫-৩০ টন কেজি
বারি ফুলকপি ২রোপণের ৪৫-৫৫ দিন পর প্রপুষ্প মঞ্জুরী দেখা দেয় এবং ৬০-৭০ দিন পর সংগ্রহের উপযুক্ত হয়।২৫-৩০ টন কেজি
BU ফুলকপি- ১০ কেজি
স্নো হোয়াইট৪০-৪৫ দিন৬-৮টন/একর কেজি

এ ছাড়া রয়েছে-

ফুলকপি
ফুলকপি

আগাম জাতঃ

কার্তিকা, পাটনাই, আগাম স্নোবল, ট্রপিক্যাল, বসন্ত, অগ্রহায়ণী, বারি ফুলকপি-২, কেএস-৬০, সুপ্রীম সীডের সামার ডায়মন্ড, ব্র্যাক-৮০, লালতীরের তাব্বি এফ – ১, নামধারী মালিক সীডের আর্লী এ্যাটার্কশন,মালিক সীডের আর্লী হোয়াইট, ইত্যাদি।

মাঝারি জাতঃ
পৌষালী, স্নোবল ওয়াই, স্নোবল-১৬, হোয়াইট বিউটি, লালতীরের সিভান এফ-১, সুপ্রীম সীড কোম্পানীর স্নো ডায়মন্ড এবং বারি ফুলকপি-১ (রূপা) ইত্যাদি।

নাবি জাতঃ
হোয়াইট মাউন্টেন, ইউনিক স্নোবল, মাঘী, রাক্ষুসী ইত্যাদি।

জনপ্রিয় লেখা