Tuesday, 16 December, 2025

অনন্য বাকৃবির ভেটেরিনারি অনুষদ


মুসাদ্দিকুল ইসলাম তানভীর

জ্ঞান, দক্ষতা, চরিত্র- এই মূলমন্ত্র ধারন করে দীর্ঘ ছয় দশক ধরে দেশের কৃষি ও কৃষি বিষয়ক উচ্চশিক্ষায় অসামান্য অবদান রেখে চলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গেল চার বছরে দুইবার অর্জন করেছে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব। সুনাম ছড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও। তাইতো এখন প্রতি বছরই দেখা যায় বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের আনাগোনা।

সবুজে ঘেরা ১২৩০ একরের মায়াবনে রয়েছে ছয়টি অনুষদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা এই ছয়টি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে। আধুনিক বিশ্বের সাথে লড়াই করে এগিয়ে চলা বাকৃবিতে প্রতিনিয়ত অঘোষিত আন্তঃঅনুষদীয় প্রতিযোগিতা বিরাজমান। শিক্ষা-গবেষণায় একে অপরকে ছাপিয়ে যাবার মস্তিষ্কের লড়াই- আক্ষরিক অর্থে বিশ্ববিদ্যালয়ের জন্যই মঙ্গলময়। সেই ধারায় এবার নতুন চমক দেখিয়েছে ভেটেরিনারি অনুষদ।

আরো পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই ভেটেরিনারি অনুষদের যাত্রা শুরু। ঐতিহ্য আর মর্যাদার লড়াইয়ে সবসময় সফলতার স্বাক্ষর রেখে চলেছে অনুষদটি। তবে একটি দিক থেকে বাকৃবির বাকি অনুষদগুলোর চেয়ে এগিয়ে ভেটেরিনারি অনুষদ। সেটি হলো করোনা মহামারির মধ্যে স্নাতক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন করেছে একমাত্র ভেটেরিনারি অনুষদই।

গত বছরের ১৭ মার্চ থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ হয়ে যায় বাকৃবিও। কিছুদিন পর প্রতিষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে না পারলেও শুরু হয় অনলাইন পাঠদান, সেটিও ক্যাম্পাস বন্ধের ছয় মাস পর।

কিন্তু ক্যাম্পাসে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস বা পরীক্ষা আয়োজন করতে পারেনি কোনো অনুষদ। সেখানে সাহস দেখিয়েছে ভেটেরিনারি অনুষদ। স্বাস্থ্যবিধি মেনে গত ৩০ ডিসেম্বর শুরু হয় স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণ। চার তত্ত্বীয় আর সাত ব্যবহারিক পরীক্ষার সবগুলোতেই ছিলো কঠোর স্বাস্থ্যবিধি অনুসরনের বাধ্যবাধকতা। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই চ্যালেঞ্জও জয় করা সম্ভব হয়েছে। তাই বলাই যায়, ২৭ জানুয়ারি সবগুলো পরীক্ষা সুসম্পন্ন করে চমকই দেখালো ভেটেরিনারি অনুষদ। ইতোমধ্যে তাদের ইন্টার্নশিপ শুরু হয়েছে। অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগের প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নিশিপ আয়োজন করে থাকে ভেটেরিনারি অনুষদ। শত প্রতিকূলতার পরও গত ২ ফেব্রুয়ারি ১৮তম ইন্টার্নিশিপ ব্যাচের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষদের সামগ্রিক পদক্ষেপে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কৃতজ্ঞতা জানান শিক্ষক ও কর্তৃপক্ষকে। কথা হলো সদ্য ইন্টার্নিশিপ শুরু করা একজন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী শাহরিয়ার আমিনের সাথে।

তিনি জানান, ‘করোনার কারণে আমাদের শেষ বর্ষের পরীক্ষা ও ইন্টার্নিশিপ বাধার মুখে পড়ে যায়। তবে বিলম্ব হলেও আমরা পরীক্ষা সম্পন্ন করে এখন ইন্টার্নিশিপ করতে পারছি, সেজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

তবে পুরো বিষয়টিতে শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো মকবুল হোসেন। তাঁর মতে, শিক্ষার্থীদের আগ্রহ এবং একাডেমিক কাউন্সিলের সহযোগিতায় এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে।

এর আগে করোনা শনাক্তে ময়মনসিংহ মেডিকেল কলেজকে আরটি-পিসিআর প্রদান করে প্রশংসা কুড়িয়েছিলো ভেটেরিনারি অনুষদ।

ক্যালেন্ডারের পাতায় পাতায় আর ক্যাম্পাসে ফেরার প্রহর গুনে গুনে কেটে গেছে অনেক বেলা। তবে এবার বুঝি অপেক্ষার পালা ফুরোলো। করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্থবির ক্যাম্পাসে কিছুটা হলেও প্রাণের স্পন্দন ফিরেছে। ভেটেরিনারি অনুষদের এমন সাহসী উদ্যোগ নিঃসন্দেহে আশা জোগাবে ক্যাম্পাসে ফিরতে মুখিয়ে থাকা সব অনুষদের শিক্ষার্থীদেরকে।

0 comments on “অনন্য বাকৃবির ভেটেরিনারি অনুষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ