Friday, 27 December, 2024

সর্বাধিক পঠিত

বাকৃবিতে নতুন ডিগ্রীর অনুমোদন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন ডিগ্রী চালুর অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে ওই ডিগ্রী প্রদান করা হবে।

আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ২০২০-২১ সেশনের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ ভর্তি পরীক্ষার সাকুর্লারে এই নতুন ডিগ্রী স্থান পেয়েছে।

চলতি বছরেই এর প্রথম ব্যাচ চালু হবে বলে নিশ্চিত করেছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নূরুল হক।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

জানা যায়, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে বাকৃবিতে যাত্রা শুরু করে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ (বর্তমান কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)। এ অনুষদের আওতায় বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং নামে দুইটি ডিগ্রি চালু আছে।

চলতি বছরে বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রীটিও এ অনুষদ থেকে দেওয়া হবে। প্রথমত ৩০ জন শিক্ষার্থীকে এ ডিগ্রী দেওয়ার জন্য ভর্তি করা হবে।

কম্পিউটার সাইন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোস্তাগীজ বিল্লাহ বলেন, বায়োইফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়টি বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এ ডিগ্রিটি প্রদান করার জন্য বাকৃবি খুবই উপযোগী। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় যথেষ্ট ল্যাব এবং শিক্ষক বিদ্যমান। বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২টি বিভাগ এই ডিগ্রির সাথে জড়িত। এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক বলেন, গত বছরের আগস্ট মাসে ইউজিসি থেকে এ ডিগ্রিটি খোলার অনুমোদন পাই। এ বছর ৩০টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হবে এবং এর জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের কথা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমাদের কম্পিউটার সাইন্স এন্ড ম্যাথম্যাটিক্স বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বায়োলজি সম্পর্কিত বিভাগের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ।

বর্তমান কোর্স কারিকুলামের ক্লাস এই বিভাগের শিক্ষকরাই নিবেন। এছাড়া আমরা ইউজিসিতে নতুন শিক্ষক নিযোগের জন্য অর্গানোগ্রাম পাঠিয়েছেন। অনুমোদন পেলেই আমরা শিক্ষক নিয়োগের সাকুর্লার দেওয়া হবে।

0 comments on “বাকৃবিতে নতুন ডিগ্রীর অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *