মুরগির ব্রুডিংকালিন (Brooding time) সময়ে এটি একটি অন্যতম রোগ যা প্রধানত কিছু অসচেতনতার জন্য হয়ে থাকে।
মূলত,অ্যাসপারজিলাস ফিউমিগেটাস (Aspergillus fumigtus) নামক ছত্রাকের স্পোর এই রোগের কারন৷
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) কেন হয়?
▶সাধারণত কাঠের গুড়া লিটার হিসেবে ব্যবহার করা হলে এটি হবার সম্ভাবনা বেশী থাকে।
▶এমোনিয়া বেশি থাকলে।
▶ঠান্ডা আবহাওয়া।
▶ভেন্টিলেশন সমস্যা।
▶খামারের পরিবেশ নোংরা থাকলে।
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) কিভাবে ছড়ায়?
▶স্পোর দিয়ে দূষিত খাদ্য বা লিটার সামগ্রীর সংস্পর্শে অথবা নিঃশ্বাসের মাধ্যমে স্পোর গ্রহণে মুরগীর বাচ্চা এই রোগে আক্রান্ত হয়৷
▶স্পোর ডিমের খোসা ভেদ করে ভেতরে যেতে পারে।
▶বাচ্চা পরিবহনের সময় সংক্রমিত বাক্স থেকে আক্রান্ত হতে পারে।
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) লক্ষণ (Symptoms):
▶শ্বাস কস্ট।
▶মুখ হা করে ঘনঘন নিঃশ্বাস নয়।
▶কোন কোন সময় জ্বর হয়।
▶খাবারের রুচি কমে যায় কিন্তু বারবার পানি খায়।
▶ঘুমানো ভাব এবং বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে।
▶শ্বাসকষ্টের কারনে বাচ্চা মুখ হা করে ঘাড় ও মাথা উপরের দিকে টান করে শ্বাস গ্রহণ করে৷
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) পোস্ট মর্টেমঃ
ফুসফুস ও এয়ারস্যাকে এমন কি ট্রাকিয়ায় বিভিন্ন সাইজের ও শক্ত নডিউল দেখা যায়।
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) প্যাথোজেনেসিস (pathogenesis):
এটি শ্বাসনালীর রোগ যা পালমোনারি রুপে পরিচিত,এই রুপটাই বেশি দেখা যায়।
➡এটি ২ ভাবে হয়
✳তীব্র মানে একিউট যা বাচ্চাতে হয়।
এতে অনেক মরবিডিটি ও মরটালিটি হয়,৫-৫০%।
✳ক্রনিক যা বয়স্ক মুরগিতে হয়।
তাছাড়া আরো কিছু রুপ আছে।
▶অস্টিওমাইকোসিস যার ফলে বাচ্চা প্যারালাইসিস হয়।
▶অফথালমাইটিস যার ফলে কংজাংটিভা এবং চোখে চিজি বা প্যাল্প জমা হয়।
▶এনসেফালাইটিস , Ataxia, opisthotonos, paralysis, falling, pushing over backwards.
এটি ছোয়াচে না, মানে মুরগি থেকে মুরগিতে ছড়ায় না।
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) প্রতিরোধঃ
▶১ম ৭-১০ দিন তুষ ব্যবহার করা বা তাদের মিক্সার ব্যবহার করা।
▶কাঠের গুড়া ব্যবহার করলে তাতে তুতে এবং নিম পাতা গুড়া ব্যবহার করা।
▶বেশি শুকনা হলে জীবানূনাশক বা পানি দিয়ে স্প্রে করা এবং ভিজা হলে শুকিয়ে নেয়া।
▶ফ্লোর জিবানু মুক্ত রাখা।
▶হ্যাচারীর ইনকিউবেটর ও হ্যাচার এবং অন্য সকল কিছু জীবাণুমুক্ত রাখা।
ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) প্রতিকার:
✅রেজিস্ট্যার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মত দ্রুত চিকিৎসা নিতে হবে।
✅ রসুনের রস ভাল কাজ করে।
✅ তুতে খাওয়ানো যেতে পারে
ফিরোজ আহমেদ
February 23, 2024 at 11:37 amস্যার বড় মুরগি হা করে নিশ্বাস নিলে এটা কি নিউমোনিয়ার লক্ষণ বড় মুরগির নিউমোনিয়া হয়