Sunday, 28 September, 2025

সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ মানিকছড়িতে


বোরো ধান সংগ্রহ

সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ চলছে মানিকছড়িতে। মানিকছড়ি উপজেলায় প্রায় এক হাজার হেক্টর জমিতে বাম্পার ফলন হওয়ায় কৃষকের পাশাপাশি খুশি সরকার। তাই বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্যবিভাগ। এবারে সরকারের ধান ক্রয় অভিযানে কোন রকম ঘাটতি হবার আশংকা নেই বলে অভিমত প্রকাশ করেছেন কৃষিবিদরা।

আজ মঙ্গলবার এই অভিযান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। তাছাড়া উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শ্যামপ্রসাদ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল ইসলাম মজুমদার ও মো: শামীম উদ্দীন (ওসিএলএসডি)।

বোরো-ধান
বোরো-ধান
আরো পড়ুন
পদোন্নতি, বদলি, দুর্নীতি দমন: এক বছরে কৃষি মন্ত্রণালয়ে বড় পরিবর্তন

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে কৃষি মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং কৃষিখাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। গত Read more

ধানের বাম্পার ফলন: ফুল ফোটার সময় কৃষকের করণীয়

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। এ দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা এই ফসলের উপর অনেকটাই নির্ভরশীল। ধানের ফলন বাড়াতে হলে এর Read more

কৃষকদের ন্যায্যমূল্যের জন্য এবছর প্রতিকেজি ধান ২৬ টাকা হারে সরকার ক্রয় করবে বলে জানান খাদ্য কর্মকর্তা। এ হিসেবে প্রতি মণের দাম পড়বে এক হাজার ৪০ টাকা। মানিক ছড়ি থেকে ১৩০ মেট্রিক টন ও লক্ষ্মীছড়ি থেকে ১১৪ মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এই খাদ্যগুদাম।

এই বছর বোরো মৌসুমে মানিকছড়ি উপজেলার ৯৮০ হেক্টর জমিতে বাম্পার ফলন হয়েছে।প্রতি হেক্টর সাড়ে ৪ মেট্রিক ধন হারে উৎপাদন অনুসারে ৪ হাজার মেট্রিক টনের অধিক ধান উৎপন্ন হয়েছে। সরকারিভাবে ১৩০ মেট্রিকটন ধান সংগ্রহ করার পরেও ৪৩০০ মেট্রিক টন ধান থেকে যাবে গোলায় বা আড়তে।

বোরো ফলন কে কৃষকের পরিশ্রম ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতার ফসল বলে উল্লেখ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল ইসলাম মজুমদার। তারমতে, ধান উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবার। কেবল ন্যায্যমূল্য ও সহজে বাজার জাতকরনের বিষয়টি নিশ্চিত করাই মূল কাজ।

0 comments on “সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ মানিকছড়িতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ