Thursday, 29 May, 2025

সর্বাধিক পঠিত

পানিতে পেঁপে গাছের গোড়া পচে গেলে করণীয়


বর্ষার পানিতে পেঁপে গাছের গোড়া পচে গিয়েছিলো এবং একটি এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম । তার আলোকেই আসলে এই লেখা যে পেঁপে গাছের গোড়া পচে গেলে কি করবেন । আমি কোন কৃষিবিদ নই, তবে কিছুটা এক্সপেরিমেন্টাল বলতে পারেন 🙂 যাই হোক, আমি যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হয়তো বৃহত্তর পর্যায় এ কোন কাজে আসবে কিনা আমি জানিনা । তবে আমরা যারা বসতবাড়িতে  পেপে গাছ লাগাই এবং নানান সতর্কতার পরও যদি পেঁপে গাছের গোড়া পচে যায়, তাহলে এক্সপেরিমেন্ট চালাতে পারেন ।

আসলে পেপে গাছের গোড়ায় পানি জমলে ছত্রাক এর আক্রমন ঘটে এবং এক পর্যায় এ গাছের শেকড় ও গোড়া পচে গিয়ে পেপে গাছটি নস্ট হয়ে যায় । তো এর প্রতিকার হিসেবে গাছের গোড়ায় পানি জমতে না দেওয়া কিংবা কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। অবশ্য ছত্রাকনাশক ব্যবহার এর ক্ষেত্রে কৃষিবিদ দের দৃষ্টি আকর্ষণ করবো

আমাদের পুকুর পাড়ে লাগালো গাছটি এবং বাড়ির আঙ্গিনার গাছটিও গোড়ায় পানি জমার কারনে গোড়া পচে গিয়েছিলো । অনেকটা নিচের ছবির মতোই, আসলে সেই সময় অরিজিনাল গাছ এর ছবি তুলে রাখা হয়নি ।

আরো পড়ুন
লবণাক্ত জমিতে ফসল চাষ: টেকসই উপকূলীয় কৃষির সম্ভাবনা

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের অনেক এলাকায় মাটির লবণাক্ততা দিনে দিনে বেড়ে চলেছে। এই ধরনের জমিতে প্রচলিত ফসলের উৎপাদন কমে যায়, Read more

কচুর লতি চাষ: লাভজনক এক কৃষি উদ্যোগ

বাংলাদেশে কচুর মুখী, কচুর লতি, কচুর শাক ও কচুর ডগা অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, Read more

পেপে গাছের গোড়া পচে গেছে
পেপে গাছের গোড়া পচে গেছে

পেঁপে গাছের গোড়া পচে গেলে করণীয় কি?

তো গড়া যখন পচেই গেছে,দেখলাম যে গাছের পাতা গুলো ঝরে গেলেও আগাটিতে কিছু পাতা রয়েই গেছে এবং পেপে গাছের গোড়ার উপরের অংশটি বেশ সতেজ আছে কয়েকদিন পরও।

পেপে গাছের উপর এক্সপেরিমেন্ট শুরু

আমার ৩ টি গাছের গোড়া পচে গিয়েছিলো 🙁 , সেগুলো নিয়েই এক্সপেরিমেন্ট চালানো আর কি । তো এবার গোড়ার যে অংশ টি পচে গেছে, তার থেকে প্রায় এক বা দেড় টাকর (প্রায় ৮ থেকে ১০ ইন্স ) উপরে কেটে পচা গোড়াটি বাদ দিলাম । এবার আগের থেকে একটু উচু জায়গায় মাটিতে প্রায় ৮ থেকে ১২ ইন্স  মতো আলাদা আলাদা গর্ত করে তিনটি গাছ লাগিয়ে দিলাম । এর পর অপেক্ষার প্রহর গোনা শুরু 🙂

প্রায় ৩০ ৩৫ দিন পর দেখি গাছের মাথায় যে কয়টি মৃত প্রায় পাতা ছিলো, সেগুলো গাড়ো সবুজ হতে শুরু করেছে । আরো কিছু দিন পর পাতাগুলো বড় হতে শুরু করলো । নিচের ছবিতে দেখুন।

পেপে গাছটির গোড়া কেটে লাগানো হয়েছিলো, প্রায় ৩০ দিন পর নতুন পাতা
পেপে গাছটির গোড়া কেটে লাগানো হয়েছিলো, প্রায় ৩০ দিন পর নতুন পাতা

উপরের গাছটির গোড়া পচার আগে গাছে পেপে আশা শুরু করেছিলো আর নিচের টির বযস হয়েছিলো ৩ কি ৪ মাস । আলহামদুলিলাহ, গাছগুলোতে  আবার নতুন পাতা আশা শুরু করেছে ।

পেপে গাছে নতুন করে আবার পাতা আসছে
পেপে গাছে নতুন করে আবার পাতা আসছে

ঠিক জানিনা শেষ পর্যন্ত ফল পাবো কিনা, কিন্তু আমি আশাবাদি যে ফল ধরবে গাছগুলোতে এবং সাভাবিক গাছে পরিতন হবে ।

পোকার আক্রমন

বলেছিলাম তিনটি গাছের কথা। কিন্তু এদের মধ্যে একটি পেঁপে গাছে সাদা পোকার আক্রমনে প্রায় মর মর অবস্থা । তবে ওর চিকিৎসা চলছে, আর বড় গাছটিতে কেবল শুরুতেই চিকিৎসা শুরু করায় পোকার আক্রমন টা কমে গেছে অনেক। চিকিৎসা হিসেবে ব্যবহার করছি নীম পাতার রস । বেশ কাজে দিয়েছে।

 পেঁপে গাছের গোড়া পচে গেলে করণীয় সর্টলিস্ট

  • প্রতিকার এর থেকে প্রতিরোধ ই ভালো, তাই গোড়ায় পানি জমতে না দেয়া ।
  • গোড়া পচে গেলে গাছটির গোড়ার যে অংশ পচে গেছে, তার থেকে ৮ বা ১০ ইন্স উপরে থেকে পচা অংশ টি কেটে ফেলে দিন ।
  • গাছে অনেক পাতা থাকলে আগার দিকের কয়েকটি পাতা রেকে বাকি পাতা গুলো কেটে ফেলে দিন । গাছের আগা নস্ট করবেন না ।
  • এবার একটু উচু জাগয়া দেখে ১০ থেকে ১২ ইন্স গর্ত করুন এবং গাছটি লাগিয়ে দিন ।
  • অপেক্ষা করুন ৩০ থেকে ৪০ দিন, তবে মাঝে মাঝে গাছটি দেখে রাখবেন । পোকার আক্রমন হতে পারে ।
  • পোকার আক্রমন হচ্ছে মনে হলে নীম পাতার রস স্প্রে করুন, একবার কররেই হয়তো হবেনা । প্রতিদিন সকালে কিংবা সন্ধায় স্প্রে করুন অথবা কৃষিবিদ দের পরামর্শ নিন । প্রয়োজনে প্রশ্ন করুন

0 comments on “পানিতে পেঁপে গাছের গোড়া পচে গেলে করণীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ