লক্ষ্মীপুরে ধান সংগ্রহ অভিযান শুরু হয়নি। নির্দেশনা আসার পরও জেলা খাদ্য বিভাগ ধান সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি। কবে সে অভিযান শুরু হবে, সেটাও বলেননি তারা। এতে কৃষকরা রয়েছেন অনিশ্চয়তায়।
ধান সংগ্রহ কবে হবে সেটাও জানাচ্ছে না খাদ্যবিভাগ
জেলায় এবার ৩ লাখ ৩০ হাজার টন ধান উৎপাদন হয়েছে।
সরকারিভাবে ৪ হাজার ৬০৯ টন ধান সংগ্রহ করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলার পাঁচটি উপজেলায় ৮১ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।
এর মধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল।
কিন্তু এ বছর চাষ হয়েছে ৫১ হাজার ৬০০ হেক্টর জমিতে।
এটি গত বছরের চেয়ে ৯ হাজার ৪০০ হেক্টর বেশি।
জেলা খাদ্য গুদাম সূত্র জানায়, এবার সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি ও ১ হাজার ৮০ টাকা মনে ৪ হাজার ৬০৯ টন ধান কেনার কথা রয়েছে।
একইসাথে ৪০ টাকা কেজিতে ৩ হাজার ৬০১ টন চাল কেনার কথাও রয়েছে সরকারিভাবে।
গত ৭ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু এখনও তালিকা প্রস্তুত হয়নি তাই ধান সংগ্রহ করা যাচ্ছে না।
সদর উপজেলার চর রুহিতার ধান চাষি সলিম উদ্দিন ও তোফায়েল আহমদ।
তিনি জানান, ৭ নভেম্বর থেকে ২৭ টাকা কেজিতে প্রতি মন ১ হাজার ৮০ টাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার কথা।
কিন্তু খাদ্য বিভাগ তা শুরু করতে পারেনি।
ইতিমধ্যে তারা কয়েকবার খাদ্যগুদামে এসে ফিরে গেছেন।
বিড়ম্বনা কমিয়ে বেশি দামে ধান বিক্রি করতে চান কৃষকরা
খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করতে কৃষকদের বিভিন্ন ধরনের শর্ত মানতে হয়।
সেই সাথে রয়েছে নানা রকম বিড়ম্বনা।
কিন্তু বাজারে প্রতি মন ধান বেশি দামে বিক্রি করা যায়।
তাই কৃষকদের দাবি তাদের দিকে তাকিয়ে ধানের দাম বাড়ানো এবং শর্ত কমিয়ে ধান সংগ্রহ করা হোক।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মংখ্যাই মারমা।
তিনি বলেন, কৃষকের তালিকা এখনও চূড়ান্ত হয়নি বিধায় ধান সংগ্রহ শুরু করতে দেরি হচ্ছে।
তবে কয়েক দিনের মধ্যে ধান সংগ্রহ শুরু করা হবে বলে তিনি আশাবাদী।
পাশাপাশি একটি প্রস্তাব পাঠানো হয়েছে ধানের দাম ও চালের দাম বাড়ানোর জন্য।
তারা সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী কাজ করবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন।
তিনি জানান, এবছর ধানের বাম্পার ফলন হয়েছে।
বৃষ্টিতে সামান্য ধানের ক্ষতি হয়েছে তবে তাতে উৎপাদন ব্যাহত হবে না।
ইতিমধ্যে খাদ্য গুদামে কৃষকের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।