ফরিদপুরের সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন মোল্যা দেশীয় পাট বীজ উৎপাদনে উদ্ভাবনী সাফল্য দেখিয়েছেন। সালথা উপজেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে ভারতীয় জাতের পাট বীজ ব্যবহার করে আসছিলেন। তবে মুক্তার মোল্যা গত চার বছর ধরে নিজস্ব দেশীয় বীজ উৎপাদনের মাধ্যমে পাট চাষে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা এলাকার কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এ বছর তিনি ৫০ শতাংশ জমিতে সবুজ সোনা-৯ জাতের পাটের বীজ চাষ করেছেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চাষ শুরু করে তিনি বর্তমানে সফল ফলনের আশা করছেন এবং ডিসেম্বর মাসে পাটের বীজ ঘরে তোলার পরিকল্পনা রয়েছে তার।
মুক্তার মোল্যা জানান, দেশীয় বীজ ব্যবহারে খরচ কম হওয়ায় তিনি এই উদ্যোগ নিয়েছেন, যা কৃষকদের জন্য লাভজনক হতে পারে। তার এই উদ্যোগের ফলে তিনি জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার চাষের সাফল্য কৃষকদের মধ্যে দেশীয় বীজ ব্যবহারের প্রবণতা বাড়িয়ে তুলছে।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার উল্লেখ করেন, কৃষকরা নিজেরা যদি দেশীয় বীজ উৎপাদন করেন, তবে খরচ কম হবে এবং বীজের মানও ভালো হবে। সালথায় দেশীয় পাট বীজের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, এবং কৃষি অধিদপ্তর এ ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।