গত ১৮ অক্টোবর ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন শস্যবীজের নতুন দাম বেঁধে দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এতে ডিলার ও কৃষকদের আগের চেয়ে কোনো কোনো বীজ প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।
প্রকারভেদে ১০ কেজি বস্তার ধানবীজ ৫৭০ থেকে ৭৫০ টাকা নির্ধারণ করে দিলেও ডিলার ও খুচরা বিক্রেতারা ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া বেড়েছে সবজিবীজের দামও। আর আমদানি করা বীজের দাম এখন লাগামছাড়া।
গত ১৩ অক্টোবর বিএডিসির ভাড়া ও মূল্য নির্ধারণ কমিটির সভায় ২০২২-২৩ বিতরণ বর্ষের জন্য বোরো ধান, গম ও ভুট্টাবীজের বিক্রয় দর নির্ধারণ করা হয়। এতে ধানবীজের দাম প্রকারভেদে (১০ কেজির বস্তা) ৫৭০ থেকে ৭৫০ টাকা নির্ধারণ হয়। গত বছর চাষি পর্যায়ে এ দর ছিল ৫২০ থেকে ৬৩০ টাকা।
২০২০ সালে দাম ছিল ৪১০ থেকে ৫৮০ টাকা। দাম বেড়েছে ১৬০ থেকে ১৭০ টাকা। এসএল-৮এইচসহ অন্য সুপার হাইব্রিড জাতের ধান (১০ কেজির বস্তা) ডিলার পর্যায়ে ২ হাজার ৩০০ টাকা ও কৃষক পর্যায়ে ৩ হাজার টাকা। আমদানি করা এসএল-৮ ধানবীজ ডিলার পর্যায়ে ৫ হাজার ৬০০ টাকা ও কৃষক পর্যায়ে ৬ হাজার ২০০ টাকা।
গত বছর এসএল-৮এইচসহ অন্য হাইব্রিড জাতের ১০ কেজি ধানবীজের দাম ছিল ডিলার পর্যায়ে ১ হাজার ৯৬০ টাকা ও চাষি পর্যায়ে ২ হাজার ৩০০ টাকা। ২০২০ সালে এসএল-৮এইচসহ অন্য হাইব্রিড জাতের ১০ কেজি ধানবীজের দাম ছিল ডিলার পর্যায়ে ১ হাজার ৯২০ টাকা ও চাষি পর্যায়ে ২ হাজার ৫০০ টাকা। দাম বেড়েছে সব ধরনের গমবীজেরও।
এ বছর প্রতি কেজি গমবীজের দাম নির্ধারণ করা হয়েছে ৫১ থেকে ৬৪ টাকা। ২০২০ ও ২০২১ সালে দাম ছিল ৪১ থেকে ৫৫ টাকা। ডিলাররা জানান, মসুর ডাল প্রতি কেজি ৮০ থেকে বেড়ে ১১২ টাকা, সরিষা ৯৩ থেকে বেড়ে ১৩২ টাকা ও ভুট্টা ১২৫ থেকে বেড়ে ১৬০ টাকা করা হয়েছে।
সূত্রঃ সমকাল