নওগাঁর মোকামে কেজি প্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে হাটে চালের দাম বাড়লেও আনুপাতিক হারে ধানের দাম বাড়েনি। হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত।
গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম ২শ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের চেয়ে চিকন চালের দাম কিছুটা বেশি বেড়েছে। মিলাররা চাল আটকে রেখে সরবরাহ করায় দাম বেড়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।
জানা যায়, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। মাঠ থেকে প্রায় ৮০ ভাগ ধান ঘরে উঠেছে কৃষকের। এসব ধান বিক্রির জন্য হাটে তুলছেন কৃষকেরা।
নওগাঁ জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, মিলারদের চাহিদা অনুযায়ী ধানের সরবরাহ অনেকটা কমে গেছে। এ কারণেই ধানের দাম বৃদ্ধি পেয়েছে সাথে চালের দামও বৃদ্ধি পেয়েছে।