Thursday, 21 November, 2024

সর্বাধিক পঠিত

আউশ চাষে গত ২০ বছরের রেকর্ড,আউশের বাম্পার ফলন


আউশের বাম্পার ফলন

আউশ চাষে গত ২০ বছরে রেকর্ড

গত ২০ বছরে যে পরিমাণ আবাদ হয়েছে তার চেয়ে বেশি আবাদ হয়েছে বলে দাবী রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। গত শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরের রংপুর অফিস। উল্লেখ্য জমিতে আউশ ধানের আবাদের কথাই বলেছে অধিদপ্তর।আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে এ অঞ্চলে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আউশ আবাদ হয়েছে ২০২০-২১ মরসুমে। রেকর্ড পরিমাণ ৬৩ হাজার ৬৯০ হেক্টর জমিতে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৪ হাজার হেক্টর বেশি বা বলা যায় ৭ শতাংশ বেশি।

আরো পড়ুন
দেশীয় পাট বীজ উৎপাদনে চমক দেখালেন কৃষক মুক্তার

ফরিদপুরের সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন মোল্যা দেশীয় পাট বীজ উৎপাদনে উদ্ভাবনী সাফল্য দেখিয়েছেন। সালথা উপজেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত Read more

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে
স্বস্তি নেই সবজির বাজারে

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। একদিকে কিছু পণ্যের দাম কমলেও অন্যান্য অনেক পণ্যের দাম স্থিতিশীল Read more

জানা যায়, ২০০০-০১ মরসুমে এ অঞ্চলে ২৫ হাজার হেক্টর জমিতে আবাদ হলেও এর পরবর্তী বছরগুলোতে আউশ আবাদের এলাকা কমতে থাকে। যা ২০০৯-১০ সালে অনেক কমে যায়, সে অনুসারে এবার প্রায় ৫ গুণ বেশি আবাদ হয়েছে। আউশের বাম্পার ফলন হয়েছে।

এদিকে আউশের আবাদের সাথে সাথে ফলনও বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ২০১৭-১৮ মরসুমে যেখানে ২.৯৮ মেট্রিক টন উৎপাদন হয়েছিল সেখানে গত মরসুমে ছিল হেক্টর প্রতি ৩.০৪ মেট্রিক টন।  এক্ষেত্রে  এবছর লক্ষ্যমাত্রা ৩.০৭ হলে রংপুর অঞ্চলের ৫ জেলা হতে ১ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন চাল চলতি আউশ মরসুমে পাওয়া যাবে। এটি লক্ষ্যমা্ত্রার চেয়ে সাড়ে ১২ হাজার মেট্রিক টন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন, এ অঞ্চলের বেশিরভাগ জমিই বোরো-পতিত-রোপা আমন এ্ই শস্য সার্কেলের আওতায়। আর এই সার্কেলের জমিকে আউশভিত্তিক জমির আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন চলছে। এর ফলে আউশের আবাদ ও ফলন বাড়বে এবং শস্যের নিবিড়তার বিষয়টি ভাল থাকবে।তার ফল এবার আউশের বাম্পার ফলন।

0 comments on “আউশ চাষে গত ২০ বছরের রেকর্ড,আউশের বাম্পার ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা