Saturday, 04 January, 2025

সর্বাধিক পঠিত

রেনু পোনার পুকুরে খাদ্য তালিকা


গ্রাস কার্প মাছের ব্রুড

রেনু প্রতিপালনে সাফল্যের পূর্বশর্ত হচ্ছে সুস্থ-সবল, উন্নত ও বিশুদ্ধ জাতের রেনু সংগ্রহ ও সঠিক পদ্ধতির মজুদ ও লালন পালন নিশ্চিত করা। রেনু প্রতিপালনে ভাল ফলাফল পাওয়ার জন্য পুকুর ব্যবস্থাপনার জন্য প্রতি ধাপে সঠিক পদ্ধতি অনুসরন করা আবশ্যক। রেনু পোনার খাদ্য প্রদানে সতর্কতা এবং খাদ্য তালিকা বিষয়ে সঠিক প্রয়োগ প্রয়োজন।

আমাদের আজকের আলোচনা রেনু চাষে রেনু পোনার খাদ্য তালিকা-

রেনু চাষের পুকুরে খাদ্য প্রয়োগ

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

পদ্ধতি ১:

খাদ্য হিসেবে প্রথম ৩ দিন ময়দা ও সিদ্ধ ডিমের কুসুম পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ৪র্থ দিন থেকে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের নার্সারি ফিড খাওয়াতে হবে। নিচে খাদ্য প্রয়েগের নিয়ম দেয়া হল।

বয়সখাদ্যদৈনিক পরিমাণদৈনিক প্রয়োগ
১-৩ দিনময়দা ও সিদ্ধ ডিমের কুসুমপ্রতি ১ কেজি রেনুর জন্য ২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম৩-৪ বার
৪-১৫ দিননার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৩ গুণ৩-৪ বার
১৬-৩০ দিননার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৪ গুণ৩-৪ বার
৩১-৪৫ দিননার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৫ গুণ২-৩ বার
৪৬-৬০ দিননার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৬ গুণ২-৩ বার

উল্লেখ্য, খাদ্য খরচ কমানোর জন্য প্রয়োজনীয় মোট খাদ্যের ১/৩ অংশ খৈল ও ২/৩ অংশ নার্সারি ফিড ব্যবহার করা যেতে পারে।

কার্প মাছের রেনু

শিং মাছের রেনু প্রতিপালন ও চাষ ব্যবস্থাপন একটু আলাদা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিস্তারিত

পদ্ধতি ২:

বিভিন্ন উপাদান সহযোগে প্রস্তুতকৃত খাদ্যও ব্যবহার করা যায়। উদাহরণসরূপ নিম্নে ১ কেজি রেনুর জন্য এরুপ একটি খাদ্য তালিকা দেয়া হল।

বয়সদৈনিক খাদ্য তালিকাদৈনিক প্রয়োগ
১-৩ দিন২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম৩-৪ বার
৪-১০ দিন১.৫ কেজি ময়দা ও ১.৫ কেজি খৈল৩-৪ বার
১১ দিন ও তারপর২ কেজি খৈল ও ২ কেজি চাউলের কুড়া২-৩ বার

উল্লেখ্য, ব্যবহারের ১২ ঘন্টা পূর্বে খৈল ভিজিয়ে রাখতে হবে।

9 comments on “রেনু পোনার পুকুরে খাদ্য তালিকা

Md.Rahmatullah

৩.৪ বার ব্যবহারের ক্ষেত্রে কি ২ কেজী ময়দা ও ৬ টি ডিম কে চার বার ভাগ করে দিতে হবে
না কি প্রত্যেক বার ২ কেজী ময়াদা ও ৬ টি করে ডুম দিতপ হবে?
জানালে ভালো হতো।

Reply
এগ্রোবিডি২৪

তিন চার বার খাবারের ক্ষেত্রে মোট ৬ টি ডিম ২ কেজি ময়দা দিতে হবে। ধন্যবাদ

Reply
উজ্জ্বল বিশ্বাস

রেনু পোনা ছাড়ার পর সার দেওয়া যাবে? যদি সার প্রয়োগ করা যায় তা কত দিন পর কি পরিমাণে দিতে হবে।

Reply
জাহিদুল

ভাই ডিমের কুসুম আর ময়দা কি একসাথে মিশিয়ে খাওয়াতে হবে না মানে পুকুরে দিতে হবে না ডিমের কুসুম আর ময়দা আলাদা আলাদা যা লাগবে

Reply
এগ্রোবিডি২৪

সিদ্ধ ডিমের কুসুম এবং ময়দা বা আটা একত্রে মিশিয়ে কাপড়ের ছেকে বোলে বা পাত্রে করে পুকুরে ছিটিয়ে দিতে হবে। আলাদা অথবা একত্রে মিশিয়ে দিতে পারেন।

Reply
অপু

প্রথম তিনদিনের মোট খাদ্য ২ কেজি ময়দা ও ৬ টা ডিম যা ভাগ করে ৩-৪ বার প্রয়োগ করতে হবে?? নাকি এক বেলার খাদ্য??

Reply
এগ্রোবিডি২৪

দিনে ৩-৪ বার প্রয়োগ করতে হবে।

Reply
সোহেল

সুন্দর লেখা উপকারী।

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *