Sunday, 28 September, 2025

মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়


Carnivorous Fish

মাছ চাষের যে কোন সময়ে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে। পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ চাষের মাছের জন্য ক্ষতিকর যা কিনা মাছ চাষির অর্থনৈতিক ক্ষতির কারন হতে পারে।

কিভাবে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে ?

জাল, বৃষ্টির পানির প্রবাহ ইত্যাদি কারণে অবাঞ্চিত প্রাণী পুকুরে ঢুকতে পারে।

আরো পড়ুন
পদোন্নতি, বদলি, দুর্নীতি দমন: এক বছরে কৃষি মন্ত্রণালয়ে বড় পরিবর্তন

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে কৃষি মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা এবং কৃষিখাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। গত Read more

ভেনামি চিংড়ি চাষে সাফল্যের সাত ধাপ — চাষিদের জন্য সহজ নির্দেশিকা

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভেনামি চিংড়ি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সঠিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে চাষিরা কম Read more

পাখির মাধ্যমেও অনেক সময় এসব প্রানী অনুপ্রবেশ ঘটে থাকে।

অন্য পুকুরের জাল ব্যবহারের ফলে ও একই জালের মাধ্যমে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে।

সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঠেকাতে করনীয় কি ?

সমস্যা থেকে সবসময় সতর্ক থাকতে হবে, অন্য পুকুরের জাল ব্যবহারে সতর্ক থাকতে হবে।

পাড়ের মাটিতে কাঁকড়া বা ইদুরের গর্ত যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরের আশেপাশে উদের উৎপাত থাকলে ডিমের খোসার ভিতর চুন ভরে পুকুর পাড়ে রেখে দিলে উদের উৎপাত কমে যাবে।

কাঁকড়া মারার জন্য বাঁশের তৈরি চাই ব্যবহার করতে হবে।

ব্যাঙের ডিম দেয়ার জায়গা ধ্বংস করতে হবে, বিশেষ করে নতুন পানি পুকুরে ঢুকার ব্যাপারে সতর্ক হতে হবে কারণ ব্যাঙ নতুন পানিতে ডিম দিতে পছন্দ করে।

পুকুরের পাড়ে আগাছা ও জঙ্গল হল এসব প্রাণীর আবাস্থল, তাই পুকুরের আশেপাশে আগাছা ও জঙ্গল সবসময় পরিষ্কার রাখতে হবে।

0 comments on “মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ