Friday, 09 May, 2025

সর্বাধিক পঠিত

মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়


Carnivorous Fish

মাছ চাষের যে কোন সময়ে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে। পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ চাষের মাছের জন্য ক্ষতিকর যা কিনা মাছ চাষির অর্থনৈতিক ক্ষতির কারন হতে পারে।

কিভাবে পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে ?

জাল, বৃষ্টির পানির প্রবাহ ইত্যাদি কারণে অবাঞ্চিত প্রাণী পুকুরে ঢুকতে পারে।

আরো পড়ুন
মৎস্য খামার ব্যবস্থাপনায় আসছে ‘স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা’ (IOT) , মোবাইল অ্যাপে হবে খামার মনিটরিং

বাংলাদেশে মাছ চাষ ব্যবস্থাপনায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। খুব শিগগিরই মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরবর্তী মৎস্য খামার নিয়ন্ত্রণের সুযোগ Read more

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে আবারও ইলিশ শিকার, নদীতে ফিরলেন জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। দীর্ঘ Read more

পাখির মাধ্যমেও অনেক সময় এসব প্রানী অনুপ্রবেশ ঘটে থাকে।

অন্য পুকুরের জাল ব্যবহারের ফলে ও একই জালের মাধ্যমে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঘটতে পারে।

সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরে রাক্ষুসে মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশ ঠেকাতে করনীয় কি ?

সমস্যা থেকে সবসময় সতর্ক থাকতে হবে, অন্য পুকুরের জাল ব্যবহারে সতর্ক থাকতে হবে।

পাড়ের মাটিতে কাঁকড়া বা ইদুরের গর্ত যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাপ, কাঁকড়া, উদ, ব্যাঙ, বিভিন্ন মাছ খেকো পাখি ইত্যাদি যেন পুকুরের আশে পাশে আসতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

পুকুরের আশেপাশে উদের উৎপাত থাকলে ডিমের খোসার ভিতর চুন ভরে পুকুর পাড়ে রেখে দিলে উদের উৎপাত কমে যাবে।

কাঁকড়া মারার জন্য বাঁশের তৈরি চাই ব্যবহার করতে হবে।

ব্যাঙের ডিম দেয়ার জায়গা ধ্বংস করতে হবে, বিশেষ করে নতুন পানি পুকুরে ঢুকার ব্যাপারে সতর্ক হতে হবে কারণ ব্যাঙ নতুন পানিতে ডিম দিতে পছন্দ করে।

পুকুরের পাড়ে আগাছা ও জঙ্গল হল এসব প্রাণীর আবাস্থল, তাই পুকুরের আশেপাশে আগাছা ও জঙ্গল সবসময় পরিষ্কার রাখতে হবে।

0 comments on “মাছ চাষের পুকুরে অচাষকৃত মাছ ও অবাঞ্চিত প্রানীর অনুপ্রবেশে করনীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ