Tuesday, 26 August, 2025

মৌলভীবাজারে হাওরে বাড়ছে বোরোর চাষ


হাওরে বাড়ছে ধান চাষ

জলাবদ্ধতা নিরসনের পর হাওরে বাড়ছে বোরোর চাষ মৌলভীবাজারে। কৃষকরা এর কারণে বোরো ধান চাষে মনোযোগী হয়েছেন। জেলার হাওরগুলোতে ব্যস্ততা দেখা যাচ্ছে। এখন চলছে বোরো চাষাবাদের উৎসব হাকালুকি, কাওয়াদীঘি, হাইল হাওরসহ ছোট-বড় হাওরের উজান-ভাটিতে। বাজারে ধানের দাম বৃদ্ধি ও আবহাওয়া অনুকূলে আছে। তাই এবছর জেলার হাওরে বাড়ছে বোরোর চাষ, আগ্রহ বেড়েছে কৃষকদের।

প্রচন্ড শীত উপেক্ষা করে কাজ করছেন কৃষক

জেলা কৃষি বিভাগ জানায়, এবছর ৫৬ হাজার ৮০০ হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরো পড়ুন
বিদেশ থেকে মাংস আমদানির খবর ভিত্তিহীন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক Read more

হিলিতে হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ, পেয়াজ কেজি ১০ টাকা বেশি দাম

দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে গত ১৭ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু করে সরকার। Read more

যার মধ্যে হাওরে চাষ হচ্ছে ২৭ হাজার ৮০০ হেক্টর জমিতে।

অন্যদিকে সমতল ভূমিতে চাষ হচ্ছে ২৯ হাজার হেক্টর জমিতে।

কাওয়াদীঘি হাওর ঘুরে দেখা যায়, চাষিরা প্রচণ্ড শীত উপেক্ষা করে জমি প্রস্তুত ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন।

কোথাও সেচের জন্য নালা তৈরি করছেন অনেকে। অনেকে আবার তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন।

আবার কেউ কেউ আনুষঙ্গিক কাজ শেষ করে বীজতলা থেকে চারা তুলে তা জমিতে রোপণ করছেন।

এসময় কৃষকদের সঙ্গে কথা হয়।

তাদের ভাষ্যমতে, হাওরে এবছর বোরো আবাদ বেশি হয়েছে।

বিগত কয়েক বছর জলাবদ্ধতা ছিল। এ কারণে হাওরে পতিত জমিতে এবছর বোরো রোপণ করেছেন কৃষকরা।

প্রায় ৭ বছর ধরে হাওরে নিচু এলাকা অনাবাদি থাকত।

কৃষকরা জোর কান্দি, লামা কান্দি, পিয়ালার পার, উলাউলি, জুলঘাট, বলদা বলিছিরা, হিয়ালিমুড়া, কুশুয়া বিলের পার, মাঝের বান্দসহ বেশ কয়েকটি এলাকায় চাষাবাদ করতেন না।

পতিত এই জমিগুলো তে রাখালরা গরু-মহিষ চড়াত।

কাওয়াদীঘি হাওর পাড়ের কৃষক জগলু মিয়া।

তিনি বলেন, ধানের দাম আগের চেয়ে বেশি।

তাই তারা আগ্রহ নিয়ে এবার বোরো চাষ করছেন।

কৃষক শহিদ মিয়া জানান যে, হাওরে জলাবদ্ধতার অবসান হয়েছে এখন।

এবছর হাওরের পানি আগে ভাগেই কমে গেছে।

এতে করে হাওরের পতিত নিচু এলাকা জোড় কান্দি, পিয়ালার পার, বলদা বলিছিড়া, কুশুয়া মাজের বান্দসহ বেশ কিছু এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে বোরো রোপণ হয়েছে।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী লুৎফুল বারী।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বোরো ফসলের ফলন ভালো হবে।

সেই সাথে সবধরণের ধানের দাম বেড়েছে।

ফলে কৃষকেরা ধান চাষে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছেন বলে তিনি জানান।

বোরো চাষে তারা সার্বক্ষণিক নজর রাখছেন জানিয়ে তিনি মাঠ ঘুরে কৃষকদের পরামর্শ দেবার কথা উল্লেখ করেন।

এবছর জেলায় ৩৫ হাজার কৃষকদের সার ও বীজ দেয়া হয়েছে বলেও তিনি জানান

0 comments on “মৌলভীবাজারে হাওরে বাড়ছে বোরোর চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ