কৃষকের সেচ সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষকদল এ তথ্য জানান।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী প্রফেসর জানিবুল আলম সোয়েব এবং বিভাগের দুই শিক্ষার্থী রাইসুল ইসলাম রাব্বী ও নুরুল আজমীর এ প্রটোটাইপ ডিভাইসটি তৈরি করেছেন।
গবেষকদল জানায়, সেচযন্ত্রটি তৈরি করতে মাইক্রোকন্ট্রোলারে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মাটির আর্দ্রতা ও পানির উচ্চতা সহজে নির্ণয় করে মাঠে সেচ দেওয়া যাবে। ফলে পানির অপচয় রোধ হবে।
প্রধান গবেষক ড. রাশেদ বলেন, এ যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হবে, যা কৃষককে পানি দেওয়ার সময় ও পরিমাণ নির্ধারণের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। পাশাপাশি ভিন্ন ভিন্ন শস্যের ক্ষেত্রে পানির চাহিদা অনুযায়ী আর্দ্রতা ও উচ্চতায় এ যন্ত্রের সুবিধা নেওয়া যাবে। এতে কৃষকরা সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।