বাংলাদেশে প্রথম আধুনিক পদ্ধতি ধান চাষ শুরু হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায়। ইতিমধ্যে ৩ ধরনের পদ্ধতিতে বীজতলা ও চারা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ বলছে, এই পদ্ধতিতে চাষ করে কৃষকেরা লাভবান হবে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরে হাউলির মাঠের ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের এই ধান চাষ করা হবে। এই পদ্ধতিতে চাষিরা কম খরচে তাদের ধান ঘরে তুলতে পারবে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। ধানের উৎপাদন খরচ কমাতে দেশের ৪৯২ উপজেলার মধ্যে ৬১টি উপজেলায় প্রথম বারের মত এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে।