Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের খরচ

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষবায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের খরচ
Kumar asked 4 years ago

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের খরচ কেমন? বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের আয় ও ব্যায় নিয়ে জানতে চাই?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে লাভ কেমন ? বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের আয় ও ব্যয় কেমন? 
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের খরচ এবং লাভ মাছ চাষের জ্ঞানের উপর এবং প্রজেক্টের আকারে উপর নির্ভর করে। ১ লক্ষ লিটার একটি টাঙ্কের হিসার করলে প্রাথমিক ভাবে হবে।
ট্যাংক নির্মাণ খরচ ২ লাখ, শেড নির্মাণ খরচ ১.৫ লাখ, অন্যান্য খরচ (যেমন যন্ত্রপাতি, সিসি ক্যামেরা, ইলেক্টিসিটি , গভির নলকূপ ইত্যাদি ১ লাখ ৫০ হাজার টাকা সহ মোট ৫ লাখ টাকা
১ বছরের উৎপাদন খরচ শিং মাছের জন্য অন্য মাছের ক্ষেত্রে আলাদা হবেঃ

  • মাছের পোনাঃ ২ লাখ ২০ হাজার টাকা
  • প্রোবায়োটিকঃ ২৫ হাজার টাকা
  • খাবারঃ ৪ লাখ ৫০ হাজার
  • ২ জনের কর্মচারীর বেতনঃ ২ লাখ ৪০ হাজার টাকা
  • বিদ্যুৎ বিল এবং পানির বিল ও অন্যান্যঃ ৮০ হাজার টাকা
  • মোট উৎপাদন খরচঃ ১০ লাখ ১৫ হাজার টাকা

সম্ভাব্য শিং মাছ বিক্রিঃ
প্রতি ট্যাংকে ৩৫০ কেজি ৩০০ টাকা কেজি হিসেবে= ১৮ লাখ ৯০ হাজার টাকা (বাজার দর কম বেশি হতে পারে)
তাহলে দেখ যাচ্ছে প্রাথমিক ১৫ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করে বছরে ১৮ লাখ ৯০ হাজার টাকার মাছ উৎপাদন সম্ভব।
তাহলে দেখা যাচ্ছে ১ বছরে ৩-৫ লাখ টাকা আয় করা সম্ভব।

জনপ্রিয় লেখা