অবাঞ্চিত মাছ দুর করতে পুকুরে ফসটক্সিন ব্যবহার করা হয় । আগে গ্যাস ট্যাবলেট ব্যবহার করা হত না । গ্যাস ট্যাবলেটের পরিবর্তে রোটেনন ব্যবহার করত। পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের নিয়ম কি ?
পুকুরে অবাঞ্ছিত মাছ ও প্রানী দূরীকরনে গ্যাস ট্যাবলেট ব্যবহার করা হয়। এই গ্যাস ট্যাবলেটের নাম ফসটক্সিন।
ফসটক্সিন ট্যাবলেট খুবই বিষাক্ত । গুদামে পোকা মাকড় মাড়ার কাজে ব্যবহৃত হয় এই গ্যাস ট্যাবলেট । কিন্তু ইদানীং এটি পুকুরে ব্যাপক আকারে ব্যবহার করা হচ্ছে । পুকুরে থাকা সব ধরনের প্রাণীই এতে মারা যায় ।
প্রতি শতকে ২-৩ টি গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দিন। গ্যাস ট্যাবলেট ব্যবহার করার আগে পুকুরের পানি কমিয়ে নিন। যতটা কম পানি রাখা যায় ভাল।
গ্যাস ট্যাবলেট বিষক্রিয়া অনেক সময় ৭ দিনের অধিক সময় থেকে যায় ।কাদা যুক্ত পুকুরে ট্যাবলেট ব্যবহারের পর অনেক সময় গ্যাস ট্যাবলেট কাদার ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে পানি প্রবেশ করানোর পর কাদা সরে গ্যাস ট্যাবলেট টি পানিতে মিশে পুকুরে আবার নতুন করে বিষক্রিয়া শুরু করে ।
নিরাপত্তার জন্য অবশ্যই পানির বিষাক্ততা পরীক্ষা না করে পোনা ছাড়া নিরাপদ নয় ।