জুপ্লাংকটন (প্রাণী কণা) কি ?
পানিতে অতি সুক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল প্রাণী দেখা যায় সেগুলোই হল জুপ্লাংকটন বা প্রানী কণা।
বেশির ভাগ জুপ্লাংকটন খালি চোখে দেখা যায়না। তবে, একটি স্বচ্ছ গ্লাসে পুকুরের পানি নিয়ে ভালো ভাবে লক্ষ করলে কিছু প্রানীকণা দেখা যায়।পুকুরে অধিক পরিমানে জুপ্লাংকটন বা প্রানী কণা জন্মালে পানি রং ধুসর সাদা হালকা বাদামি বা হালকা কালো দেখায়।
আকারের উপর নির্ভর করে জুপ্লাংকটনদের অনেকগুলো ভাগ আছে। যেমন: পিনাকোপ্লাংকটন, ন্যানোপ্লাংকটন, মাইক্রোপ্লাংকটন, মেসোপ্লাংকটন, ম্যাক্রোপ্লাংকটন ও মেগাপ্লাংকটন। এরা দুই মাইক্রোমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।
এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না কারণ এদের দেহে ক্লোরোফিল নেই তাই এদের হেটেরোট্রফ্ বলা হয়। এরা খাদ্যের জন্য ফাইটোপ্লাংকটনদের ওপর নির্ভরশীল।
উদাহরণ: জেলিফিশ, ক্রাস্টেশিয়ান, ছোট মাছ।