তেলাপিয়া মাছ খুব সহজে চাষ করা যায়। কিন্তু সমস্যা হল কোন সাইজের মাছ কে কি খাবার দিব বুঝতে পারি না। তেলাপিয়া মাছের খাবার দেবার নিয়ম নিয়ে জানতে চাই ?
তেলাপিয়া মাছের খাদ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে করতে না পারলে মাছ চাষে ক্ষতির সম্মুখিন হবেন। আসুন জেনে নেই তেলাপিয়ার খাবার ব্যবস্থাপনা
নার্সারি পুকুরে খাদ্য প্রয়োগ
সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগে খাদ্যের অপচয় এবং পুকুরের পানির নষ্ট হওয়া থেকে বাচায়। সম্পূরক খাদ্য হিসেবে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের তেলাপিয়া নার্সারি ফিড (ভাসমান) নিমোক্ত হারে প্রয়োগ করতে হবে।
পালনকাল | পোনার ওজন | খাদ্যের ধরণ | দৈনিক প্রয়োগ মাত্রা (দেহ ওজনের শতকরা হার) | দৈনিক প্রয়োগ |
১-৭ দিন | ০.১৩-১ গ্রাম | নার্সারি ফিড | ৩৫-৩০% | ৪ বার |
৮-১৪ দিন | ২-৩ গ্রাম | নার্সারি ফিড | ৩০-২০% | ৩-৪ বার |
১৫-২১ দিন | ৪-৫ গ্রাম | নার্সারি ফিড | ২০-১৫% | ৩-৪ বার |
নার্সারি পুকুরে ২০-২১ দিন লালনের পর পোনার গড় ওজন হবে ৫ গ্রাম (প্রতি কেজিতে ২০০টি) যা চাষের পুকুরে মজুদ করতে হবে।
চাষের পুকুরে খাদ্য প্রয়োগ
পোনা মজুদের পরের দিন থেকে ২৮%-৩০% প্রোটিন সমৃদ্ধ ভালমানের ভাসমান খাদ্য প্রয়োগ করতে হবে। নিমোক্ত খাদ্য প্রয়োগের নিয়ম দেয়া হল।
পালনকাল | পোনার ওজন | খাদ্যের ধরণ | দৈনিক প্রয়োগ মাত্রা (দেহ ওজনের শতকরা হার) | দৈনিক প্রয়োগ |
১-১৫ দিন | ৫-১৫ গ্রাম | স্টার্টার (ক্রাম্বল) | ২০-১৫% | ৩ বার |
১৬-৩০ দিন | ১৫-৪০ গ্রাম | স্টার্টার (পিলেট) | ১০-৮% | ৩ বার |
৩১-৬০ দিন | ৪০-১০০ গ্রাম | গ্রোয়ার | ৭-৫% | ২ বার |
৬১-১০০ দিন | ১০০ গ্রাম এর বেশি | ফিনিসার | ৩-২% | ২ বার |
বিস্তারিত জানতে পড়ুন তেলাপিয়ার মাছের ব্যবস্থাপনা