Sunday, 17 November, 2024

সর্বাধিক পঠিত

কাঁচা পেঁপের উপকারিতা ও অপকারিতা

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যকাঁচা পেঁপের উপকারিতা ও অপকারিতা
সায়েম asked 8 months ago

কাচা পেঁপের জুস খেলে নাকি অনেক উপকার। কাঁচা পেঁপের উপকারিতা ও অপকারিতা কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 8 months ago

কাঁচা পেঁপের উপকারিতা ও অপকারিতা

কাঁচা পেঁপে খেলে অনেক ধরনের উপকার আছে-

ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে।

যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা সালাদ হিসেবে কাঁচা পেঁপে খেতে পারেন।

পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে।

কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্ত চাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি এনজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন। এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে।

নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে। মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেঁপে।

যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুন। খেতে পারেন কাঁচা পেঁপের জুসও। কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়।

প্রতিদিন দুপুর ও রাতে খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খান। তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। এতে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যাও দূর হয়।

পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি। কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। পেঁপের পাতা, তেঁতুল ও লবণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়।

পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই ও এ। এগুলো ১০০ গ্রামে মাত্র ৩৯ ক্যালোরি দেয়। এছাড়া এতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়।

কখন কাঁচা পেঁপে খাবেন না- পেঁপে অপকারিতা

কখন কাঁচা পেঁপে খাবেন না, নিমোক্ত সময়ে কাঁচা পেঁপে খাবেন না

হাইপো থাইরয়েড সমস্যা থাকলে

গর্ভবস্থায় – গর্ভ ধারন করা অবস্থায় কাঁচা পেঁপে খেলে জরায়ুর সংকোচনে গর্ভপাত হতে পারে।

কিডনিতে পাথর- অতিরিক্ত কোন কিছুই ভাল না পেঁপেতে থাকা অতিরিক্ত ভিটামিন সি কিডনিতে পাথর করে।

লেটেক্স এলার্জিতে কাঁচা পেঁপে খাবেন না

হার্ট বা হৃতপিন্ড জনিত কোন রোগ থাকলে কাঁচা পেঁপে ডাক্টারের পরামর্শ ছাড়া খাবেন না।

জনপ্রিয় লেখা