Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

গবেষণায় নতুন মাত্রা যোগ করবে পুকুরে পাওয়া ইলিশ


বরগুনার তালতলী উপজেলায় পুকুরে এক কেজিরও বেশি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। এ ঘটনা পুকুরে ইলিশ চাষ গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্র।

চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের প্রধান ড. আনিসুল রহমান বলেন, ইলিশ চাষের জন্য আমরা চাঁদপুরে ৩ বার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১ বার পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করেছি।

কিন্তু আমরা কাঙ্খিত সাফল্য না পাওয়ায় এ ধরনের কার্যক্রম থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আমরা দেশের বিভিন্ন স্থানে পুকুরে ইলিশ পাওয়ার খবর পেলেও সেই ইলিশগুলোর আকার এবং আকৃতিতে তেমন বড় ছিল না।

আরো পড়ুন
মহাকাশে সাফল্যের নতুন অধ্যায়:লেটুস গাছ চাষ

নভোশ্চর সুনীতা উইলিয়ামস এখনও পৃথিবীতে ফিরতে পারেননি, কিন্তু মহাকাশে তাঁর ব্যস্ততা থেমে নেই। নিত্যনতুন গবেষণায় মগ্ন সুনীতা বর্তমানে চেষ্টা করছেন Read more

রাজবাড়ীর পাংশায় পেঁয়াজ বীজ বিতরণে সমস্যা: ২০০ কৃষক ক্ষতিগ্রস্ত

রাজবাড়ীর পাংশায় প্রণোদনার আওতায় বিতরণ করা পেঁয়াজ বীজে দুই শতাধিক কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজ থেকে চারা না গজানোয় কৃষকরা Read more

তিনি আরো বলেন, পুকুরে ইলিশ দীর্ঘদিন বেঁচে থাকলেও সাধারণত আধা কেজির বেশি হয় না। কিন্তু সম্প্রতি তালতলীর একটি পুকুরে পাওয়া ইলিশটি যেহেতু এক কেজিরও বেশি, তাই আমাদের গবেষণা আবার নতুনভাবে শুরু করতে হবে। এজন্য তালতলীর যে পুকুরটিতে ইলিশ মাছটি পাওয়া গেছে আমরা ওই পুকুরের পানি এবং মাটি পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সকলের অগোচরে পুকুরে ঢুকে একটি ইলিশ যদি এত বড় হতে পারে তাহলে যথাযথ ব্যবস্থাপনায় পুকুরে ইলিশ চাষ নিশ্চয়ই সম্ভব। আমার ধারণা যেহেতু পুকুরে পাওয়া ইলিশেও নদীর ইলিশের সকল গুণাবলী বিদ্যমান, তাই তালতলীতে পুকুরে পাওয়া ইলিশটির মাধ্যমে ইলিশ গবেষণা এবং চাষে নতুন দিগন্তের উন্মোচন করবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে নয়াপাড়া গ্রামের কাওসার আহমেদের পুকুর সেচের পর মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এক ফুটেরও বেশি দৈর্ঘ্যের এক কেজিরও বেশি ওজনের এই ইলিশ মাছটি পাওয়া যায়।

পুকুর মালিক কাওসার আহমেদ জানান, সোমবার দুপুরে পুকুরটির সেচ সম্পন্ন হয়। এরপর অন্যান্য মাছের সঙ্গে এক কেজিরও বেশি ওজনের একটি ইলিশ মাছ পাই।

তিনি আরও বলেন, আমাদের পুকুর থেকে দুই/ তিন কিলোমিটার দূরত্বে পায়রা (বুড়িশ্বর) নদীর অবস্থান। ওই নদীর সাথে পুকুরের সন্নিকটে সংযুক্ত একটি ছোট খাল রয়েছে। পুকুর থেকে ওই খালের দূরত্ব আড়াইশো ফুটেরও বেশি হবে। ঝড় কিংবা জলোচ্ছ্বাসে আমার পুকুর কখনোই প্লাবিত হয়নি। তাই পুকুরে এতো বড় ইলিশ মাছ কোথা থেকে আসলো তা বুঝতে পারতেছি না।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম বলেন, একটি পুকুরে ১ কেজি ওজনের একটি ইলিশ পাওয়ার তথ্য আমরা ইতোমধ্যে অবগত হয়ে জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা ওই পুকুরের পানি এবং মাটি সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন বলে তিনি জানান।

0 comments on “গবেষণায় নতুন মাত্রা যোগ করবে পুকুরে পাওয়া ইলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *