Thursday, 03 July, 2025

সর্বাধিক পঠিত

বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস


মাগুরায় উচ্চফলনশীল জাতের বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার বেলনগর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা, কৃষিবিদ নূর-এ নবি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শাহীনুর রহমান মিজানুর রহমান চপল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহানাজ আশরাফি সাথী, তারিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন
কবুতর পালনে করনীয় ও লক্ষনীয়

অনলাইনে কবুতরের জাত নিয়ে প্রচুর কৌতূহল দেখা যায়। শুধু গিরিবাজ বা সিরাজি নয়, আরও অনেক ধরনের কবুতর বাংলাদেশে জনপ্রিয়। এদের Read more

ফলের ঘ্রাণে মাতোয়ারা জনপদ: এক অনন্য উৎসব ‘ফল মেলা’

বাংলার বাতাসে যখন আমের সুবাস, কাঁঠালের ঘ্রাণ আর জাম-লিচুর মিষ্টি রসে ভরে ওঠে জনপদ, তখনই দেশের প্রতিটি অঞ্চলে বসে এক Read more

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি গম-৩৩ উচ্চ ফলনশীল গমের একটি জাত। এটি ব্লাস্ট রোগ ও মরিচা রোগ প্রতিরোধী। এটির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সাধারণ জাতের গমের তুলনায় বারি-৩৩ জাত দুই গুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন।

সাধারণ জাতে যেখানে হেক্টর প্রতি উৎপাদন হয় ২ থেকে আড়াই মেট্রিক টন গম, সেখানে বারি-৩৩ জাতের হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ থেকে ৫ মেট্রিক টন গম। মাঠ দিবসে প্রায় ৩ শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।

0 comments on “বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ