Friday, 01 August, 2025

বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস


মাগুরায় উচ্চফলনশীল জাতের বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার বেলনগর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা, কৃষিবিদ নূর-এ নবি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শাহীনুর রহমান মিজানুর রহমান চপল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহানাজ আশরাফি সাথী, তারিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন
২৫ টি বিপজ্জনক বালাইনাশকে হুমকির মুখে জনস্বাস্থ্যঃবাকৃবি

মানুষের মৌলিক চাহিদা খাদ্যের উৎপাদনই এখন মারাত্মক ঝুঁকিতে। অধিক ফলনের আশায় কৃষিতে হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসলের ব্যবহার বৃদ্ধির সাথে Read more

বীজ উদ্ভাবনের মাধ্যমে কৃষি উন্নয়নে এসিআই-এর অগ্রণী ভূমিকাঃ ড. এফ এইচ আনসারী

বাংলাদেশের কৃষি খাতে গত তিন দশকে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে। এই অগ্রগতির সাক্ষী হিসেবে আমি এই খাতের একজন কর্মী হিসেবে Read more

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি গম-৩৩ উচ্চ ফলনশীল গমের একটি জাত। এটি ব্লাস্ট রোগ ও মরিচা রোগ প্রতিরোধী। এটির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সাধারণ জাতের গমের তুলনায় বারি-৩৩ জাত দুই গুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন।

সাধারণ জাতে যেখানে হেক্টর প্রতি উৎপাদন হয় ২ থেকে আড়াই মেট্রিক টন গম, সেখানে বারি-৩৩ জাতের হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ থেকে ৫ মেট্রিক টন গম। মাঠ দিবসে প্রায় ৩ শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।

0 comments on “বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ