বুধবার (১৫ জুন) গাজীপুরের শ্রীপুরে এসিআই অ্যানিমেল জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এসিআই এগ্রিবিজনেসেসের প্রেসিডেন্ট ড. ফা হ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, গাজিপুর জেলা ডেইরি এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
স্বাগত বক্তব্যে এসিআই এগ্রিবিজনেসেস-এর প্রেসিডেন্ট ড. ফা হ আনসারী বলেন, মূলত, মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খামারির মুখে হাসি ফুটানোই এসিআই-এর মূল লক্ষ। এসিআই এনিম্যাল জেনেটিক্স থেকে কৃত্রিম প্রজননের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে গ্রাম বাংলার অসংখ্য বেকার যুবক। এতে করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে । এসিআই সিমেন ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছেন খামারিগন এবং তাদের কারিগরী সেবাও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে সংশ্লিস্ট সকলের নিকট।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে দেশে মাথাপিছু দুধের চাহিদা ২৫০ মিলি যেখানে উৎপাদন হচ্ছে ১৯৩ মিলি.অন্যদিকে মাংস প্রয়োজন ১২০ গ্রাম আর উৎপাদন হয় ১৩৭ গ্রাম। বর্তমান সরকারের প্রাণিসম্পদ মনত্রণালয়ের মাননীয় মন্ত্রীর গতিশীল নেতৃত্বে গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি এখন প্রয়োজন দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন। এসিআই এনিমেল জেনেটিক্স সে লক্ষ বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেন ড. আনসারী ।
তিনি আরো বলেন, এসিআই এগ্রিবিজনেস দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি কাজ করতে বদ্ধপরিকর। এসিআই এগ্রিবিজনেস এর মিশন হলো- জ্ঞান, দক্ষতা ও টেকনোলজির দায়িত্বশীল প্রয়োগের মাধ্যমে খামারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন তারা। এ পর্যন্ত তিন হাজার বেকার যুবককে সরকার স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃত্রিম প্রজননের উপর আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে। যারা এখন ইউনিয়ন পর্যায়ে এআই কর্মী হিসেবে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে।
ড. আনসারী বলেন, এই গবেষণাগার থেকে জেনেটিক মেরিট সম্পন্ন সিমেন তৈরি হচ্ছে, যার ফার্টিলিটি রেট অত্যন্ত ভালো। অচিরেই এসিআই এগ্রিবিজনেস সেক্স সিমেন এবং এমব্রায়ো ট্রাসফারের মতো উন্নত টেকনোলজি প্রয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে যা প্রাণিসম্পদ উন্নয়নের গতিকে আরো ত্বরান্তিত করবে।
ড. ফা হ আনসারী বলেন, ডেইরী সেক্টর উন্নয়নে আমাদের জাত উন্নয়ন, নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার, উন্নত খাবারসহ খামার ব্যবস্থাপনা, বায়ো সিকিউরিটির উপর অনেক কাজ করতে হবে। মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি’র গৃহীত যুগোপযোগী সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপে বাংলাদেশ নিরাপদ প্রাণিজ আমিষে অচিরেই পূর্ণতা পাবে বলে তিনি বিশ্বাস করেন তিনি। “সরকারের পলিসি সাপোর্টের গতি এই ভাবে অব্যাহত থাকলে পোল্ট্রি শিল্পের মতই আমরা প্রাইভেট সেক্টর ডেইরী শিল্পেও অতি অল্প সময়ে অভূতপূর্ব সাফল্য বয়ে আনব”।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিগণ, এসিআই এনিমেল হেলথ চিফ টেকনিকাল এডভাইজার ডা. এম এ সালেক ও চিফ অ্যাডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, এসিআই এনিমেল জেনেটিক্সের বিশেষজ্ঞ ডা. অরবিন্দ কুমার সাহা, এসিআই সীড-এর বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, এসিআই এনিমেল হেলথ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহিনশাহ, এনিমেল জেনেটিক্সের বিজনেস ম্যানেজার মোজাফফর উদ্দিন আহমেদ, সহ এনিমেল জেনেটিক্স এবং এনিমেল হেলথ-এর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।