Tuesday, 05 November, 2024

সর্বাধিক পঠিত

শেড নেট পদ্ধতিতে চাষাবাদ হতে পারে লাভজনক


বিশ্বের বিভিন্ন অঞ্চলে শেড নেট পদ্ধতিতে চাষাবাদ হলো সবথেকে জনপ্রিয় এক পন্থা | বহু কৃষকরা বিজ্ঞানসম্মত উপায়ে লোহা-সিমেন্টের ছায়া-জাল-ঘরে চাষ করে উপকৃত হয়েছেন| এতে বেড়েছে ফসলের গুণগত মান। সাথে লাভের পরিমানও বেড়েছে|  শেড নেট পদ্ধতিতে চাষাবাদ পান চাষে ব্যবহার কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কেবল পান চাষ না, এই পদ্ধতি অবলম্বনে আরও অনেক কিছুই চাষ করা যায়|

শেড নেট পদ্ধতি কি:

সাধারণত,শেড নেট হলো এইচডিপিই বা প্লাস্টিকের তৈরী একটি জাল।

আরো পড়ুন
ডিমের দাম কমেছে, পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে: ভোক্তার ডিজি
মহাপরিচালক আলীম আখতার খান

বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে ডিমের দাম কিছুটা কমেছে, তবে পুরোপুরি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছে Read more

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এই দিন সারাদেশে একযোগে আটটি মূল কেন্দ্র Read more

এটি ব্যবহার করা হয় মূলত ফসলকে রক্ষার জন্য ও সূর্যের বিকিরণ ও তাপমাত্রা কমানোর জন্য।

শেড নেট তৈরী করা হয় শেড নেটের ভিতরে সূর্যের আলো কতটুকু কমিয়ে ফেলবে তার উপর ভিত্তি করে।

২০-৯০ শতাংশ হয়ে থাকে এর পরিমাণ।

বিভিন্ন রঙের হয়ে থাকে শেড নেট।

এটি বিকিরণ ও তাপমাত্রা পরিবর্তনের জন্য ব্যবহার হয়।

মূলত শেড নেট হাউজ ও গ্রীনহাউজ দুটোই তৈরী করা হয় একই উদ্দেশ্যে|

যা খোলামেলা পরিবেশ থেকে আলাদা একটি পরিবেশ গড়ে তোলে।

এখানে ফসল বেড়ে উঠবে সুন্দর ও সাবলীলভাবে।

বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, শিলাবৃষ্টি ও দ্রুত বেগের বাতাস, কুয়াশা, অতিরিক্ত তাপমাত্রা থেকে ফসলকে রক্ষা করা এ পদ্ধতির প্রধান উদ্দেশ্য।

মূলত ব্যবহার, কাঠামো, পরিবেশ, উদ্দেশ্য, স্থায়িত্ব ইত্যাদির দিক থেকে শেড নেট হাউজ ও গ্রীনহাউজ এর পার্থক্য।

দুটোরই মূল কাজ একই।

শেড নেট হাউজ সবসময় ঠান্ডা থাকে।

সেকারণে যে সকল ফসল ঠান্ডায় খুব ভালভাবে জন্মাতে পারে সেই ফসলগুলি এখানে চাষের জন্য সুবিধাজনক।

আবার গ্রীনহাউজ ইউভি পলিথিন দিয়ে ঢাকা থাকে।

তাই সেগুলো চাষ করা উত্তম যে ফসলগুলো গরমে তুলনামূলক ভাল জন্মাতে পারে।

কেন শেড নেট ব্যবহার করা হয়

প্রধানত,  শেড নেট ছায়া যুক্ত একটি পরিবেশ তৈরি করে আলোর বিকিরণকে কমিয়ে।

সূর্যের ক্ষতিকর রশ্মি কমিয়ে ফেলা হয়।

তাই এখানে ফসল অত্যন্ত ভালভাবে বেড়ে উঠতে পারে।

শেড নেটের ব্যবহার:

খোলা মাঠে টমেটো, শসা, লেটুস, মরিচ, ক্যাপসিকাম, কপি, ধনেপাতা বা পালং শাক, ফুল ইত্যাদি চাষে নানা অসুবিধায় পড়তে হয়।

বর্তমানে নানা উন্নত জাত গরমে চাষ হয় ঠিকই তবে এদের গুণমান ভালো পাওয়া যায়না।

সেজন্য বর্তমানে ৫০% সবুজ শেডনেট  বাঁশ, সিমেন্টের পিলার বা স্টিল এর কাঠামোর উপর দেবার ব্যবস্থা করলে সব্জি চাষ খুব ভালো ভাবে করা সম্ভব |

পান চাষে শেড নেটের ব্যবহার:

চাষীরা চিরায়ত পদ্ধতিতে বরজ বানিয়ে পান চাষে বারবার ক্ষতির মুখে পড়ছেন|

প্রথাগত পান চাষে প্রচুর খরচ হয়।

পান চাষ ‘শেড নেট’ ব্যবহারের মাধ্যমে করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শেড নেটে ৫০ শতাংশ সূর্যালোক প্রবেশ করতে পারে।

ছত্রাকের সমস্যা কমে যায় বাতাস ও সূর্যালোক প্রবেশের ফলে।

ছাদবাগানের ছোট জায়গায় চারা উৎপাদন ও অর্গানিক সব্জি চাষের জন্য অনায়াসে শেড নেট ব্যবহার করা যায়।

ছাদে তাপমাত্রা বেশি থাকার কারণে ফসল অনেক সময় ভাল ফলন দেয় না।

টবে সকল ধরনে সব্জি ও শাক চাষ করতে পারবেন এই শেড নেট হাউজের ভিতরে।

0 comments on “শেড নেট পদ্ধতিতে চাষাবাদ হতে পারে লাভজনক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *