রেনু প্রতিপালনে সাফল্যের পূর্বশর্ত হচ্ছে সুস্থ-সবল, উন্নত ও বিশুদ্ধ জাতের রেনু সংগ্রহ ও সঠিক পদ্ধতির মজুদ ও লালন পালন নিশ্চিত করা। রেনু প্রতিপালনে ভাল ফলাফল পাওয়ার জন্য পুকুর ব্যবস্থাপনার জন্য প্রতি ধাপে সঠিক পদ্ধতি অনুসরন করা আবশ্যক। রেনু পোনার খাদ্য প্রদানে সতর্কতা এবং খাদ্য তালিকা বিষয়ে সঠিক প্রয়োগ প্রয়োজন।
আমাদের আজকের আলোচনা রেনু চাষে রেনু পোনার খাদ্য তালিকা-
রেনু চাষের পুকুরে খাদ্য প্রয়োগ
পদ্ধতি ১:
খাদ্য হিসেবে প্রথম ৩ দিন ময়দা ও সিদ্ধ ডিমের কুসুম পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ৪র্থ দিন থেকে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের নার্সারি ফিড খাওয়াতে হবে। নিচে খাদ্য প্রয়েগের নিয়ম দেয়া হল।
বয়স | খাদ্য | দৈনিক পরিমাণ | দৈনিক প্রয়োগ |
১-৩ দিন | ময়দা ও সিদ্ধ ডিমের কুসুম | প্রতি ১ কেজি রেনুর জন্য ২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম | ৩-৪ বার |
৪-১৫ দিন | নার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ) | মজুদকৃত রেনুর ওজনের ৩ গুণ | ৩-৪ বার |
১৬-৩০ দিন | নার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ) | মজুদকৃত রেনুর ওজনের ৪ গুণ | ৩-৪ বার |
৩১-৪৫ দিন | নার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ) | মজুদকৃত রেনুর ওজনের ৫ গুণ | ২-৩ বার |
৪৬-৬০ দিন | নার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ) | মজুদকৃত রেনুর ওজনের ৬ গুণ | ২-৩ বার |
উল্লেখ্য, খাদ্য খরচ কমানোর জন্য প্রয়োজনীয় মোট খাদ্যের ১/৩ অংশ খৈল ও ২/৩ অংশ নার্সারি ফিড ব্যবহার করা যেতে পারে।
শিং মাছের রেনু প্রতিপালন ও চাষ ব্যবস্থাপন একটু আলাদা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিস্তারিত
পদ্ধতি ২:
বিভিন্ন উপাদান সহযোগে প্রস্তুতকৃত খাদ্যও ব্যবহার করা যায়। উদাহরণসরূপ নিম্নে ১ কেজি রেনুর জন্য এরুপ একটি খাদ্য তালিকা দেয়া হল।
বয়স | দৈনিক খাদ্য তালিকা | দৈনিক প্রয়োগ |
১-৩ দিন | ২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম | ৩-৪ বার |
৪-১০ দিন | ১.৫ কেজি ময়দা ও ১.৫ কেজি খৈল | ৩-৪ বার |
১১ দিন ও তারপর | ২ কেজি খৈল ও ২ কেজি চাউলের কুড়া | ২-৩ বার |
উল্লেখ্য, ব্যবহারের ১২ ঘন্টা পূর্বে খৈল ভিজিয়ে রাখতে হবে।
Md.Rahmatullah
October 28, 2023 at 1:36 pm৩.৪ বার ব্যবহারের ক্ষেত্রে কি ২ কেজী ময়দা ও ৬ টি ডিম কে চার বার ভাগ করে দিতে হবে
না কি প্রত্যেক বার ২ কেজী ময়াদা ও ৬ টি করে ডুম দিতপ হবে?
জানালে ভালো হতো।
এগ্রোবিডি২৪
October 28, 2023 at 11:30 pmতিন চার বার খাবারের ক্ষেত্রে মোট ৬ টি ডিম ২ কেজি ময়দা দিতে হবে। ধন্যবাদ
উজ্জ্বল বিশ্বাস
April 20, 2023 at 4:00 pmরেনু পোনা ছাড়ার পর সার দেওয়া যাবে? যদি সার প্রয়োগ করা যায় তা কত দিন পর কি পরিমাণে দিতে হবে।
Ranjan Roy
June 3, 2023 at 1:05 amGood
জাহিদুল
March 18, 2023 at 11:27 pmভাই ডিমের কুসুম আর ময়দা কি একসাথে মিশিয়ে খাওয়াতে হবে না মানে পুকুরে দিতে হবে না ডিমের কুসুম আর ময়দা আলাদা আলাদা যা লাগবে
এগ্রোবিডি২৪
March 19, 2023 at 8:37 pmসিদ্ধ ডিমের কুসুম এবং ময়দা বা আটা একত্রে মিশিয়ে কাপড়ের ছেকে বোলে বা পাত্রে করে পুকুরে ছিটিয়ে দিতে হবে। আলাদা অথবা একত্রে মিশিয়ে দিতে পারেন।
অপু
March 17, 2023 at 11:57 pmপ্রথম তিনদিনের মোট খাদ্য ২ কেজি ময়দা ও ৬ টা ডিম যা ভাগ করে ৩-৪ বার প্রয়োগ করতে হবে?? নাকি এক বেলার খাদ্য??
এগ্রোবিডি২৪
March 19, 2023 at 8:46 pmদিনে ৩-৪ বার প্রয়োগ করতে হবে।
সোহেল
April 12, 2022 at 4:11 pmসুন্দর লেখা উপকারী।