Friday, 17 October, 2025

রেনু পোনার পুকুরে খাদ্য তালিকা


গ্রাস কার্প মাছের ব্রুড

রেনু প্রতিপালনে সাফল্যের পূর্বশর্ত হচ্ছে সুস্থ-সবল, উন্নত ও বিশুদ্ধ জাতের রেনু সংগ্রহ ও সঠিক পদ্ধতির মজুদ ও লালন পালন নিশ্চিত করা। রেনু প্রতিপালনে ভাল ফলাফল পাওয়ার জন্য পুকুর ব্যবস্থাপনার জন্য প্রতি ধাপে সঠিক পদ্ধতি অনুসরন করা আবশ্যক। রেনু পোনার খাদ্য প্রদানে সতর্কতা এবং খাদ্য তালিকা বিষয়ে সঠিক প্রয়োগ প্রয়োজন।

আমাদের আজকের আলোচনা রেনু চাষে রেনু পোনার খাদ্য তালিকা-

রেনু চাষের পুকুরে খাদ্য প্রয়োগ

আরো পড়ুন
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): ভবিষ্যতের সম্ভাবনা
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): ভবিষ্যতের সম্ভাবনা

কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন একটি প্রধান চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং আবাদি Read more

১ লাখ ৩০ হাজার টন সার কিনছে সরকার, মোট ব্যয় ৭২২ কোটি টাকা
এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রীয় চুক্তিতে কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে সৌদি আরব ও কাফকো Read more

পদ্ধতি ১:

খাদ্য হিসেবে প্রথম ৩ দিন ময়দা ও সিদ্ধ ডিমের কুসুম পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ৪র্থ দিন থেকে ৩০-৩৫% প্রোটিন সমৃদ্ধ ভালমানের নার্সারি ফিড খাওয়াতে হবে। নিচে খাদ্য প্রয়েগের নিয়ম দেয়া হল।

বয়সখাদ্যদৈনিক পরিমাণদৈনিক প্রয়োগ
১-৩ দিনময়দা ও সিদ্ধ ডিমের কুসুমপ্রতি ১ কেজি রেনুর জন্য ২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম৩-৪ বার
৪-১৫ দিননার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৩ গুণ৩-৪ বার
১৬-৩০ দিননার্সারি ফিড (৩৫% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৪ গুণ৩-৪ বার
৩১-৪৫ দিননার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৫ গুণ২-৩ বার
৪৬-৬০ দিননার্সারি ফিড (৩০% প্রোটিন সমৃদ্ধ)মজুদকৃত রেনুর ওজনের ৬ গুণ২-৩ বার

উল্লেখ্য, খাদ্য খরচ কমানোর জন্য প্রয়োজনীয় মোট খাদ্যের ১/৩ অংশ খৈল ও ২/৩ অংশ নার্সারি ফিড ব্যবহার করা যেতে পারে।

কার্প মাছের রেনু

শিং মাছের রেনু প্রতিপালন ও চাষ ব্যবস্থাপন একটু আলাদা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিস্তারিত

পদ্ধতি ২:

বিভিন্ন উপাদান সহযোগে প্রস্তুতকৃত খাদ্যও ব্যবহার করা যায়। উদাহরণসরূপ নিম্নে ১ কেজি রেনুর জন্য এরুপ একটি খাদ্য তালিকা দেয়া হল।

বয়সদৈনিক খাদ্য তালিকাদৈনিক প্রয়োগ
১-৩ দিন২ কেজি ময়দা ও ৬টি ডিমের কুসুম৩-৪ বার
৪-১০ দিন১.৫ কেজি ময়দা ও ১.৫ কেজি খৈল৩-৪ বার
১১ দিন ও তারপর২ কেজি খৈল ও ২ কেজি চাউলের কুড়া২-৩ বার

উল্লেখ্য, ব্যবহারের ১২ ঘন্টা পূর্বে খৈল ভিজিয়ে রাখতে হবে।

13 comments on “রেনু পোনার পুকুরে খাদ্য তালিকা

মাহবুবুল কাদের মাসুম

ফিড পাউডার কি ভিজিয়ে রেখে দিতে হবে নাকি শুকনা দেয়া যাবে? আর কত ঘন্টা ভিজিয়ে দিতে হবে?

Reply
এগ্রোবিডি২৪

রেনুর পুকুরে অনেকে শুকনো পাউডার ছিটিয়ে দেয়। তবে রেনু বা ধানি পোনার জন্য ফিড পাউডার সরাসরি শুকনা দেওয়া সাধারণত ভালো নয়—কারণ এতে খাবার পানিতে ছড়িয়ে অপচয় হয়, আর ছোট পোনা সহজে খেতে পারে না। ভিজিয়ে দিলে দানা নরম হয়, পানিতে ভেসে থাকে এবং পোনা সহজে গ্রহণ করতে পারে।

প্রচলিত পদ্ধতি অনুযায়ী:

খৈল বা কুড়া মিশ্রিত ফিড হলে ব্যবহারের আগে প্রায় ১২ ঘণ্টা ভিজিয়ে রাখা ভালো।

নার্সারি ফিড পাউডার (৩০–৩৫% প্রোটিন সমৃদ্ধ) হলে সাধারণত খাওয়ানোর ৩০ মিনিট–১ ঘণ্টা আগে হালকা পানিতে ভিজিয়ে নরম করে নিতে হয়, যাতে গুঁড়া একসাথে লেগে ছোট দলা তৈরি হয় এবং পানিতে ভেসে থাকে।

প্রথম ৩–৪ দিন ময়দা ও সিদ্ধ ডিমের কুসুম পানিতে মিশিয়ে সরাসরি ছিটিয়ে দেওয়া হয়, এরপর ধীরে ধীরে নার্সারি ফিডে অভ্যস্ত করা হয়।

সতর্কতা:

অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে (বিশেষ করে গরমে) ফিড টক বা নষ্ট হয়ে যেতে পারে।

ভিজানোর পানি যেন পরিষ্কার হয় এবং রাসায়নিকমুক্ত হয়।

খাওয়ানোর সময় সকাল ও বিকেলে ভাগ করে দিন, (প্রজাতি ভেদে রাতেও খাবার দিতে হয়) যাতে পানির মান নষ্ট না হয়।

Reply
মাহবুবুল কাদের মাসুম

আপনি লিখেছেন ৪ থেকে ১৬ দিন পর্যন্ত মজুদকৃত পোনার ৩ গুন খাদ্য দিনে ৩/৪ বার। প্রশ্ন হলো প্রতিবারেই ৩ গুন নাকি ৩/৪ বারে মিলিয়ে প্রতিদিন ৩ গুন?

Reply
এগ্রোবিডি২৪

মজুদকৃত রেনুর পরিমানের তিন গুন খাবার দিনে ৩/৪ বার খাওয়াতে হবে। প্রতি বারে তিন গুন নয়। ধন্যবাদ।

Reply
Md.Rahmatullah

৩.৪ বার ব্যবহারের ক্ষেত্রে কি ২ কেজী ময়দা ও ৬ টি ডিম কে চার বার ভাগ করে দিতে হবে
না কি প্রত্যেক বার ২ কেজী ময়াদা ও ৬ টি করে ডুম দিতপ হবে?
জানালে ভালো হতো।

Reply
এগ্রোবিডি২৪

তিন চার বার খাবারের ক্ষেত্রে মোট ৬ টি ডিম ২ কেজি ময়দা দিতে হবে। ধন্যবাদ

Reply
উজ্জ্বল বিশ্বাস

রেনু পোনা ছাড়ার পর সার দেওয়া যাবে? যদি সার প্রয়োগ করা যায় তা কত দিন পর কি পরিমাণে দিতে হবে।

Reply
জাহিদুল

ভাই ডিমের কুসুম আর ময়দা কি একসাথে মিশিয়ে খাওয়াতে হবে না মানে পুকুরে দিতে হবে না ডিমের কুসুম আর ময়দা আলাদা আলাদা যা লাগবে

Reply
এগ্রোবিডি২৪

সিদ্ধ ডিমের কুসুম এবং ময়দা বা আটা একত্রে মিশিয়ে কাপড়ের ছেকে বোলে বা পাত্রে করে পুকুরে ছিটিয়ে দিতে হবে। আলাদা অথবা একত্রে মিশিয়ে দিতে পারেন।

Reply
অপু

প্রথম তিনদিনের মোট খাদ্য ২ কেজি ময়দা ও ৬ টা ডিম যা ভাগ করে ৩-৪ বার প্রয়োগ করতে হবে?? নাকি এক বেলার খাদ্য??

Reply
এগ্রোবিডি২৪

দিনে ৩-৪ বার প্রয়োগ করতে হবে।

Reply
সোহেল

সুন্দর লেখা উপকারী।

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ