বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা ধারাবাহিক লেখাটির আজ প্রকাশিত হলো ৫ম পর্ব যার বিষয় বস্তু জননেত্রী শেখ হাসিনা-এর বৈপ্লবিক কৃষি উন্নয়ন-পথনির্দেশ বঙ্গবন্ধুর কৃষিদর্শন । আর লিখেছেন কৃষিবিদ ডঃ সৈয়দ আরিফ আজাদ, সাবেক মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ ও নির্বাহী সদস্য, কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (কেআইবি) ঢাকা, মার্চ ২০২০।
আগের পর্ব গুলো দেখে নিতে পারেন বঙ্গবন্ধুর ২য় বিপ্লব ও কৃষির প্রাসঙ্গিকতা এখান থেকে ।
৫। জননেত্রী শেখ হাসিনা-এর বৈপ্লবিক কৃষি উন্নয়ন-পথনির্দেশ বঙ্গবন্ধুর কৃষিদর্শন
আল্লাহ পাক এর অশেষ কৃপা যে, জননেত্রী শেখ হাসিনা – এর সরকারে মেয়াদে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে পাকিস্তানের চেয়ে অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে। আইএমএফ (২০১৯) এর হিসেব মতে ২০১৯ সালে বাংলাদেশের জিএনআই ১৯০৬ ডলার (ইউএস), আর পাকিস্তানের ১৩৫৭ ডলার (ইউএস)[1]। বাংলাদেশ আজ মাছ, মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ (১৯১৭-১৮)। চাল উৎপাদনে আমরা আগেই উদ্বৃত্ত হয়েছি। ২০১৮ সালে এসে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে পাকিস্তান এর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ (৮.১) নেপাল (৭.১%) এবং ভারত (৬.৫%)। পাকিস্তানে অনেক কম প্রবৃদ্ধি (৩.৩%)। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সরকার এর হিসেব মতে প্রবৃদ্ধির পরিমান বর্তমানে ৮.৩%[2]।
এছাড়া মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি মালদ্বীপ ৬.৫ %, স্রীলঙ্কা ২.৬%, নেপাল ৭.১%, ভূটান ৫.৩%।
গ্রাফ-২: বাংলাদেশে জিডিপিতে কৃষি ২০১০-১৯: ২০২০-২০২২ প্রক্ষেপণ[3]
অনির্বাচিত সরকারের পর থেকে জননেত্রী শেখ হাসিনা এর নির্বাচিত সরকারের আমলে কৃষি উৎপাদনে বিপ্লবঃ[4]
- চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন ২০০৭ এ ২৭ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৮ এ ৪০ মিলিয়ন মেট্রিক টন
- ২০১৬-২০১৭ অর্থ বছরে আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হই। মাছ ২০০৯ এ ২৮.৯৯ লাখ মেট্রিক টন থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৪১.৩৪ লাখ মেট্রিক টন। চাহিদা ৪০.৫০ লাখ মেট্রিক টন থেকে ৮৪,০০০ মেট্রিক টন বেশী উৎপাদন। (ডেইলি সান, ৯ জুলাই ২০১৮)।
- মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন ২০০৮-০৯ এ ৬.০৭ মিলিয়ন মে. টন থেকে ৭.১৫ মিলিয়ন মে. টন ২০১৬-১৭। উৎপাদন চাহিদা থেকে ১৯,০০০ মে. টন বেশী। (ডিএলএস)।
- শাকসবজি ২০০৭ এ ১০ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৬ এ ১৫ মিলিয়ন মেট্রিক টন
- গবাদি পশু ২০০৭ এ ৪৭.৫১ মিলিয়ন থেকে ২০১৮ এ ৬৪৭.৪৫ মিলিয়ন
- পোল্ট্রি ২০০৭ এ ২৪৬ থেকে ২০১৭ এ ৩২৯২ মিলিয়ন
- দুধ ২০০৭ এ ২ মিলিয়ন মেট্রিক টন থেকে ২০১৭ এ ৯ মিলিয়ন মেট্রিক টন
- ডিম ২০০৭ এ ৫৩.৭০ মিলিয়ন থেকে ২০১৭ এ ১৪৯.৩৩১ মিলিয়ন
- বীজ ২০০৭ এ ৭১,৭০৫ মেট্রিক টন থেকে ২০১৭ এ ১৩৬,৯৬১ মে. টন
- সেচ এলাকা ২০০৭ এ ৫ মিলিয়ন হেক্টর থেকে বৃদ্ধি পেয়ে ২০১৭ এ ৭ মিলিয়ন হেক্টর
- ট্রাক্টর ব্যবহৃত হচ্ছে ৫০ হাজার (বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০)
- পাওয়ার টিলার ৭ লাখ (বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০)
- গম উৎপাদন ৫৭% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
- ভুট্টা উৎপাদন ৬৪৬% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
- আলু ১৪৮% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
- ডাল ২৭৫% প্রবৃদ্ধি (২০০৯-২০১৮)
- ইলিশ উৎপাদন ২০০৮-২০০৯ এ ২.৯৯ লাখ মেট্রিক টন থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৫.১৭ লাখ মেট্রিক টন ।
৬। বিশ্বে খাদ্য উৎপাদনে অনন্য বাংলাদেশঃ পেছনে আর্জেন্টিনা, চীন, ব্রাজিল
চিত্র-৯: বিশ্বে খাদ্য উৎপাদনে অনন্য বাংলাদেশ[5]
৭। ফসল খাতে জননেত্রী শেখ হাসিনার এর সাফল্যের নেপথ্যে[6]
চিত্র-১০: বাংলাদেশে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০
যুগোপযোগী পরিকল্পনা, পরিশ্রমী কৃষক, মেধাবী কৃষিবিজ্ঞানী, ও সম্প্রসারণবিদঃ[7]
- ৯ বছরে ৭১৬ মিলিয়ন ডলার সাবসিডি
- ৮ বছরে পুনর্বাসন ও প্রণোদনা প্রোগ্রাম ৭০৫৫ মিলিয়ন ডলার
- ৮ বছরে ৭২২০ মিলিয়ন ডলার কৃষিতে বিনিয়োগ
- ১২৫০ সোলার চালিত ইরিগেশন পাম্প বিতরণ, ২০১৮
- ২৫১৫ মিলিয়ন ডলার কৃষি ঋণ, ২০১৭
- ৩৩৪৩২ উদ্যোক্তা পেয়েছে ৩২ মিলিয়ন ডলার ঋণ সহায়তা
- খাদ্য সংরক্ষণ সক্ষমতা ১.৫ থেকে ২.১ এ বৃদ্ধি , ২০০৯-২০১৭
- ২৫৪ কৃষি তথ্য কেন্দ্র
- ২১ মিলিয়ন কৃষক পেয়েছে কৃষি সহায়তা কার্ড
- ১১ মিলিয়ন কৃষক পেরেছে ১০ টাকায় ব্যাংক হিসেব খুলতে
- বিএডিসি এর বীজ উৎপাদন ২০০৭ এ ১৭ হাজার মেট্রিক টন থেকে ২০১৭ এ ১৩৭ হাজার মেট্রিক টন
- ইউরিয়া ব্যবহার ২০০৭ এ ৩.৮ মিলিয়ন মেট্রিক টন থেকে ৪.৯ মিলিয়ন মেট্রিক টন ২০১৭
- কৃষক/ উদ্যোক্তাদের পাশাপাশি এনজিও, সরকারী বেসরকারী কর্মী ও ব্যবসায়ীদের ব্যাপক প্রশিক্ষণ
- কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবাঃ পোর্টালে ৭৮৬ ভ্যারাইটির ১২০ ফসল এবং ১০০০ রোগের তথ্য
- কৃষকের ডিজিটাল ঠিকানাঃ ১৫ মিলিয়ন খানায় উৎপাদন বৃদ্ধি
- কৃষি কলসেন্টার ১৬১২৩ (জুন ২০১৪ থেকে) ।
চলবে…….
Reference
[1] উৎসঃ https://en.wikipedia.org,/ রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০
[2] এডিবি, আউটলুক ২০১৯, রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০
[3] উৎস: https://tradingeconomics.com/bangladesh/gdp-from-agriculture/, রিট্রাইভড অন ফেব্রুয়ারী ৬ ২০২০।
[4] http://cri.org.bd/, রিট্রাইভড অন ২৮ ফেব্রুয়ারী ২০২০
[5] উৎস: বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০
[6] http://cri.org.bd/, ২৮ ফেব্রুয়ারী ২০২০
[7] উৎস: বাংলাদেশ প্রতিদিন, ২ মার্চ ২০২০