Wednesday, 05 March, 2025

সর্বাধিক পঠিত

তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এর শুরু হয়েছে


তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এর শুরু হয়েছে

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। সচিবালয় থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

আরো পড়ুন
মৎস্য খাতে তরুণদের আগ্রহ আশাব্যঞ্জক: ফরিদা আখতার
fish conference

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণদের মধ্যে মৎস্য খাতে কাজ করার প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত Read more

পাবদা (Ompok pabda) মাছের লাভজনক চাষ পদ্ধতি

পাবদা মাছ (Ompok pabda) বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি মাছ। এটি দ্রুত বর্ধনশীল এবং চাহিদাও বেশি। সঠিকভাবে চাষ করলে Read more

এসময় কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন সহনশীল ও প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ফসলের জাত ও প্রযুক্তি দেশের কৃষিতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করতে হবে।

এই শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আরও বেশি করে এসব জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

এক্ষেত্রে বিজ্ঞানী-গবেষকদেরকে নিবিড়ভাবে কাজ করতে হবে।

সেই সাথে কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা টেকসই করতে হবে।

খোজ নিয়ে জানা যায়, এ সম্মেলনে ১২টি দেশের ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এসব প্রতিষ্ঠানের প্রায় ২০০ জনের বেশি বিজ্ঞানী হাইব্রিড ফরম্যাটে অংশগ্রহণ করছেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম।

তার সাথে সহ উপস্থাপনা করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি আইজ্যাক কফি বিমপং।

এই সম্মেলনে উপস্থাপন করা হবে পারমাণবিক কৌশল, মিউটেশন সহ আধুনিক কৃষি গবেষণা পদ্ধতিতে প্রাপ্ত বিভিন্ন ফলাফল।

জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে পারমাণবিক শক্তি ও আধুনিক কলাকৌশলের ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম।

পরিচালকের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালিত হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর লুৎফুল হাসান, হারভেস্টপ্লাসের কান্ট্রি ম্যানেজার মো. খায়রুল বাশার, এসিআই এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি এবং ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডাইরেক্টর মো. আনিসুর রহমান প্রমুখ।

0 comments on “তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এর শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ