Thursday, 21 November, 2024

সর্বাধিক পঠিত

কৃষিখাতে বাড়ছে যন্ত্রের ব্যবহার, সহজ হচ্ছে কৃষকের শ্রম


কৃষি খাত সংশ্লিষ্টদের বক্তব্য, কৃষিকাজে যন্ত্রের মাধ্যমে প্রায় ৯৭ শতাংশ জমি প্রস্তুত হচ্ছে । ৩ শতাংশ যন্ত্র ব্যবহার হচ্ছে ধান রোপণ ও কাটায়। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে চাইছে সরকার তাই দিচ্ছে ৫০ শতাংশ ভর্তুকি। পাশাপাশি যন্ত্র ব্যবহারে সচেতনতা গড়ে তুলতে সরকার প্রশিক্ষণ দিচ্ছে।

মূলত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ধান রোপণ ও কাটার যন্ত্র ব্যবহারে। ভ্রাম্যমাণ ভ্যান দিয়ে মেরামত সুবিধাও দেওয়া হচ্ছে মেটাল থেকে।  ভ্যান ছুটে যাচ্ছে সেখানে  যেখানে যন্ত্রে সমস্যা হচ্ছে। যার ফলে এসব যন্ত্র বেশির ভাগ সময় কার্যকর থাকে।

কৃষিখাতের যান্ত্রিকিকরণ এর প্রয়োজনীয়তা

কৃষি খাতের উন্নতি করার জন্য যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। এতে একই ফসল বছরে কয়েকবার উৎপাদন করা যেমন সম্ভব হয় তেমনি উৎপাদন খরচ কমে আসে। একই সাথে  দেশে গড়ে উঠছে উদ্যোক্তা শ্রেণি। এতে অনেকের ভাগ্য বদলে যাচ্ছে।  অনেক কৃষকের পক্ষে এত টাকা খরচ করে যন্ত্র কেনা সম্ভব হচ্ছে না। সরকারের পাশাপাশি ব্যাংকিং খাত এ বিষয়ে এগিয়ে এলে এর উন্নতি আরও সম্ভব হতো।

0 comments on “কৃষিখাতে বাড়ছে যন্ত্রের ব্যবহার, সহজ হচ্ছে কৃষকের শ্রম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা