Monday, 25 November, 2024

সর্বাধিক পঠিত

উঠতি আলু ঝলসে গেছে রংপুরে


মৌসুমের উঠতি আলু ঝলসে গেছে রংপুর জেলার মূল নগর এলাকায়। নগর এলাকার প্রায় ৬০ একর জমির উঠতি আলু ঝলসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭০ জন চাষি।

ছত্রাকনাশক ওষুধ ব্যবহারের পর থেকেই এমন হচ্ছে।

চাষিরা জানান ছত্রাকনাশক এর প্রভাবেই খেতের আলুগাছ পুড়ে যাচ্ছে।

আরো পড়ুন
পান চাষ পদ্ধতি

পান চাষ একটি লাভজনক কৃষি পদ্ধতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশে এটি ব্যাপক চাষ করা হয়। Read more

মিঠা জাতের পান চাষে লাভবান কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফুলের ঘাট এলাকার পান চাষের এই চিত্র সত্যিই অনুপ্রেরণাদায়ক। পান চাষ একটি লাভজনক ফসল হওয়ায় এটি ক্রমশ Read more

এদিকে ছত্রাকনাশক সরবরাহকারী সে দোকানও বন্ধ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে কৃষকেরা এ ঘটনার প্রতিকার চেয়ে ২ মার্চ আবেদন করেছেন।

এই লিখিত আবেদনের অনুলিপি কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগেও পাঠানো হয়েছে।

লিখিত আবেদনে বলা হয়, নগরের ৩১ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামে ৭০ জন চাষি প্রায় ৬০ একর জমিতে এ বছর আলু চাষ করেছেন।

কিছুদিন পর আলুর ফলন তোলা যেত।

এমন সময় আলুখেতে পোকার আক্রমণ দেখা দিলে স্থানীয় চাষিরা এতে ছত্রাকনাশক প্রয়োগ করেন।

স্থানীয় ভুরাঘাট বাজারের ‘মায়ের দোয়া’ সার ঘর থেকে তারা ছত্রাকনাশক সংগ্রহ করেন।

গেটকো ক্রপ হেলথ কোম্পানির ছত্রাকনাশক ‘জি-সাইন ৫০ ডব্লিউপি’ কিনে জমিতে প্রয়োগ করেন তারা।

এক সপ্তাহের মধ্যে আলুগাছ ঝলসে যেতে দেখা যায়।

ঘটনার পর থেকেই দোকানদার ওসমান মিয়া গা ঢাকা দিয়েছেন।

গতকাল রোববার সকালে সরেজমিনে পরীক্ষা করে দেখা যায়।

সবুজ আলুগাছ এর বদলে শুধু ঝলসানো পাতা দেখা যায়।

খেতের মাটি খুঁড়ে দেখা মেলে অপরিপক্ব আলুর।

ছিলিমপুর গ্রামের আতাউর রহমান।

তিনি এবার ১ একর ১৩ শতাংশ জমিতে আলুর চাষ করেছেন।

এই এলাকায় আলুর ফলন ভালো হয় বলে তিনি জানান।

সেকারণে এবার তিনি জমি বর্গা নিয়ে আলুর চাষ করেছেন।

কিন্তু কিছুদিন আগেই তার আলু গাছে কিছু পোকার আক্রমণ দেখা দেয়।

তাই ভুরাঘাট বাজার থেকে তিনি ছত্রাকনাশক সংগ্রহ করেন।

কিন্তু এখন ঝলসে যাওয়া গাছ দেখে মাথায় হাত দিয়েছেন এই চাষি।

কিভাবে দেনা শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন।

মায়ের দোয়া দোকানে গেলে তা বন্ধ পাওয়া যায়, এমনকি তাঁর মুঠোফোনও বন্ধ।

গেটকো ক্রপ হেলথ কোম্পানির রংপুর অঞ্চলের ব্যবস্থাপক হাশেম আলী।

তিনি বলেন, তাঁদের ওষুধের কারণে এমনটা হয়েছে কি না তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

বিষয় টা জানার পর তাঁরা নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠিয়েছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল।

এ বিষয়ে তিনি জানান, আলুর গাছ, এমনকি খেতের ঘাস পর্যন্ত পুড়ে গেছে।

কৃষকদের অভিযোগ তারা পেয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে মাটি, আলু ও ব্যবহার করা ছত্রাকনাশকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

0 comments on “উঠতি আলু ঝলসে গেছে রংপুরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *