শিমখেত ভরে উঠছে বেগুনি রঙের ফুলের শোভায়। প্রকৃতিও বেশ অনুকূলে রয়েছে। শীতের শুরু না হতেই খেত থেকে শিম তুলছেন চাষিরা। বিক্রি করছেন বাজারে। আগাম শিম চাষ করে চাষিদের মুখে হাসির আভা দেখা দিয়েছে ভালো দাম পেয়ে। রংপুর জেলায় চাষিরা আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন।
শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম
শীতকালীন সবজির মধ্যে শিম অন্যতম।
জেলার উঁচু এলাকায় প্রতিবছরই বাণিজ্যিকভাবে আগাম শিম চাষ হয়ে আসছে।
দিন দিন শীতের সবজি শিম আবাদে ঝুঁকছেন চাষিরা, কম খরচে অধিক লাভবান হবার কারণে।
সবুজের সঙ্গে দুলছে বেগুনি রঙে রাঙানো ফুল, শিম খেতের দিকে তাকালেই দেখা যায়।
সাদা ও বেগুনি রঙের ফুলে গ্রামের সবুজ খেতের প্রকৃতি যেন অন্য রকম এক মুগ্ধতায় সেজেছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গেলে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে শিমখেত।
যা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। শিমের গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
রানীপুকুর ইউনিয়নের খানপাড়া গ্রামের একজন কৃষকে বলেন, ইতিমধ্যে কিছু শিম তুলে বিক্রি করেছেন।
তিনি শিম বিক্রয় করেছেন ৭০-৮০ টাকা কেজিতে।
শিম যদি শীত শুরুর আগে আগে বিক্রি করা যায় তবে লাভ বেশি হবে।
শিমের খেত সেভাবেই তৈরি করেছেন তিনি।
একই এলাকার অন্য কৃষক জানান, তিনি এবার ৫০ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন।
এমন সময় গত বছর অতিবৃষ্টিতে শিমের খেত নষ্ট হয়েছে। সে কারণে খুব একটা লাভ তিনি পাননি।
এবার বেশ দাম পাচ্ছেন আগাম জাতের শিম বিক্রি করে।
এক সপ্তাহের মধ্যে আরও বেশি শিম ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
বিভিন্ন চাষিদের সাথে কথা বলা জানা্ যায় যে, মৌসুমের শুরুতেই ৭০-৮০ টাকা কেজি দরে ব্যবসায়ীরা জমি থেকেই শিম নিয়ে যান।
আমদানি বেড়ে গেলে দাম কমে যাবে
কিছুদিন পর বাজারে আমদানি বেড়ে যাবে।
এতে দামও নেমে আসে ৩০ থেকে ৩৫ টাকায়।
কিন্তু তারপরও অনেক ভালো লাভ হয়।
রংপুর নগরের সিটি বাজারে গেলে দেখা যায় খুচরা শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।
এক সপ্তাহ আগে ১৫০-১৬০ টাকা দরে কেজি ছিল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এখনো শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়নি।
রবি মৌসুমে এই জেলায় গত বছর ৫৪৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল।
তিনি জানান, সবজি চাষের জন্য বেশ উপযোগী রংপুরের মিঠাপুকুর এলাকা।
শীতকালীন সবজি শিম বাজারে নিয়ে আসতে হলে মার্চ-এপ্রিল মাসে জমিতে লাগানো হয়।
মে-জুনেও আগাম জাতের শিম জমিতে লাগানো হয়ে থাকে।
কিন্তু এ বছর প্রকৃতি অনুকূলে আছে, তাই সবজির চাষাবাদ ভালো হবে বলে ধারণা করছেন সকলে।
কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।