সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি প্রতিদিন আড়তে নিয়ে আসেন কৃষকরা। পাইকারি সবজির আড়ত বেচাকেনায় জমে ওঠলেও সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। এতে লোকসানের কথা জানান কৃষকরা।
রোববার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে গিয়ে দেখা যায়, প্রতি কেজি শিম ২৫ টাকা, মুলা ৪-৫ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, শশা ১০ থেকে ১৫ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, মরিচ ৬০ থেকে ৬৫ টাকা, আলু ২২ থেকে ৩০ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে।
এদিকে আড়তের প্রতিটি দোকান ফুলকপি, পাতাকপি, গাজর, শশাসহ সব ধরনের সবজিতে ভরপুর। বেচাকেনাও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা।
তবে কৃষকদের অভিযোগ, উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। ফলে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে তাদের।