Sunday, 05 January, 2025

সর্বাধিক পঠিত

প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবেনা, ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী


প্রযুক্তি উদ্ভাবন করে বসে না থেকে ছড়িয়ে দিতে হবে

প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবে না। বরং তা দ্রুত মাঠে ছড়িয়ে দিয়ে কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এমনটাই বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি প্রযুক্তি উদ্ভাবন করে তারপর তা দ্রুত সম্প্রসারণের আহবান জানান।

অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে

গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে তিনি একথা বলেন।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

বিএআরসির অধীন এনএটিপি প্রকল্পের আওতায় উদ্ভাবিত প্রযুক্তি সমূহের যাচাই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

কৃষিমন্ত্রী জানান, সম্প্রতি ধানসহ বিভিন্ন ফসলের জন্য প্রয়োজনীয় অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।

উদাহরণস্বরূপ ব্রি উদ্ভাবিত ৮৯ ও ৯২ বোরো জাতের ধানের উৎপাদন প্রতি শতাংশে প্রায় ১ মণ।

অন্যদিকে বিনা-১১ আমনের স্বল্প-জীবন কালের ধান উদ্ভাবন করেছে।

যার ফলে আমন ও বোরো মৌসুমের মাঝের সময়ে সরিষা আবাদ সম্ভব হচ্ছে।

একটি অতিরিক্ত ফসল ও নতুন শস্যবিন্যাস হিসেবে এর পরিচিতি বেড়েছে।

সেই সাথে উদ্ভাবন হয়েছে লবণাক্তসহিষ্ণু ধানের জাত।

দেশের উপকূলীয় অঞ্চলে প্রায় দুই মিলিয়ন হেক্টর লবণাক্ত জমি রয়েছে।

বর্তমানে সেখানে লবণাক্তসহিষ্ণু ধানের চাষ করে বছরে দু’টি ফসল করা সম্ভব বলে জানান কৃষিমন্ত্রী।

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দেবার নির্দেশ

ক্রাশ প্রোগ্রাম বা সময়াবদ্ধ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এসব জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, আগামী বোরো, আউশ, আমন মৌসুমে আবাদের পরিমাণ ও স্থান দ্রুত সুনির্দিষ্ট করতে হবে।

মন্ত্রী আরও জানান এবার বোরোতে ব্রি-ধান ৮৯ ও ৯২ এবং আমনে বিনা-১১ দেশের কৃষকেরা যা উৎপাদন করবে সবটুকু বীজ হিসেবে কিনে নেয়া হবে।

যেন কোন ভাবেই বীজ এর সংকট না হয়।

প্রয়োজনে নতুন জাত ও শস্যবিন্যাস গ্রহণকারী চাষিদেরকে বিনামূল্যে বীজ দেবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমনকি সারের দাম আরও কমিয়ে দেবার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি তাগিদ দেন যেন যেকোন প্রকারেই প্রযুক্তিকে কৃষকের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সাথে কৃষকদেরকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ব্যপারেও তিনি জোর দেন।

ধান উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন,  খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে টেকসই করতে হলে নতুন উদ্ভাবিত ধানের উন্নত জাত ও প্রযুক্তিকে মাঠে ছড়িয়ে দিতে হবে।

আরও বেশি ধান-চাল উৎপাদন করতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বিএআরসির চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

0 comments on “প্রযুক্তি উদ্ভাবন করে বসে থাকা যাবেনা, ছড়িয়ে দিতে হবে: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *