শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবজি হল শিম। সেই শিম নিয়ে এবার অভিযোগ উঠেছে। শীতের সবজি বাজারে তোলার অপেক্ষায় ছিলেন নাটোরের এক কৃষক। কিন্তু সেই কৃষকের এখন মাথায় হাত। দুর্বৃত্তরা শিমগাছ কেটে নিয়েছে এই কৃষকের।
বৃহস্পতিবার রাতে শিম গাছ কেটে নিয়ে গেছে কে বা কারা যেন
নাটোর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর নাম রনি হোসেন।
ক্ষতিগ্রস্ত সেই কৃষক জানান, তিন বিঘা জমিতে এবছর তিনি শিম চাষ করেছিলেন।
খুব ভালো ফলন হয়েছিল এবার।
বাজারজাত করার উপযোগী হয়েছিল ফসল।
এই সময়ে বাজারে সবজির দাম ভালো ছিল।
আর সে জন্য তিনি প্রচুর মুনাফার আশা করেছিলেন এ বছর।
তার ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এই কাজ করে দুর্বৃত্তরা।
প্রায় ১৬ শতাংশ জমির শিমগাছ গোড়া থেকে কেটে দেয়া হয়।
সকাল বেলা পরিচর্যা করতে জমিতে গিয়ে তিনি এই দৃশ্য দেখতে পান।
বিষয়টি স্থানীয় মুরব্বীদের জানিযেছেন বলে তিনি জানান।
কে বা কারা এ কাজ করেছে, সে বিষয়ে কোনো ধারণাই দিতে পারেন না রনি।
ভু্ক্তভোগী কৃষক রনি জানান যে, যেই এই কাজ করুক, তিনি তার বিচার চান।
কৃষক রনি জানান এ ঘটনায় থানায় তিনি একটি অভিযোগ দেবেন বলে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে বাগানের সবগুলো শিমগাছ একদম সম্পূর্ণভাবে কেটে ফেলেছে কেউ।
রাতের আধাঁরে কেটে নিয়ে গেছে শিমগাছ
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী।
তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা কৃষক রনির শিমগাছগুলো কেটে নিয়ে চলে গেছে।
রনির সঙ্গে তেমন কারও শত্রুতা নেই বলেও জানান এই বাসিন্দা।
তিনি বলেন তারা এই ঘটনায় উল্টো খুবই হতবাক হয়েছেন।
স্থানীয় বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়া।
বিষয়টি জানতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি ।
তার ভাষ্যমতে, শত্রুতা করে শিমগাছ কেটে কারও ক্ষতি করা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
তিনি জানান, শিমগাছ কাটার ঘটনাটি সম্পর্কে তিনি এখনও জানেন না।
তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।