Tuesday, 13 May, 2025

সর্বাধিক পঠিত

দাম বেড়েছে চাল-ডাল-তেলের


এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে চাল,ডাল ও তেলের দাম বেড়েছে। ফের চালের কেজিপ্রতি দাম ৪ টাকা বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ টাকা পর্যন্ত বাড়ল। এদিকে ভোজ্যতেল ও ডালেও দাম বেড়েছে। মিলগেট থেকে প্রতি সপ্তাহেই দুটি নিত্যপণ্যের দাম বাড়াছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ছে।

রাজধানীর বাজারে দেখা যায়, মিনিকেট চাল বর্তমানে ৬২ থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৫৮ থেকে ৬২ টাকার মধ্যে ছিল। অপরদিকে, মাঝারি মানের চালের দাম কেজিতে ৫০ থেকে ৫২ টাকা থেকে বেড়ে ৫৪ থেকে ৫৮ টাকা হয়েছে। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ৪২ থেকে ৪৬ টাকার মধ্যে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারমূল্য তালিকায় দেখা গেছে, গত এক সপ্তাহে মিনিকেট ও নাজির বা সরু চালের দাম বেড়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম বেড়েছে দশমিক ৯৭ শতাংশ। আর মোটা বা স্বর্ণা ও চায়না ইরি চালের দাম বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

আরো পড়ুন
জামালপুরের মেলান্দহে বোরো ধানে ‘কারেন্ট পোকা’র আক্রমণে বিপর্যস্ত কৃষকরা

জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষকরা বোরো ধান কাটার ঠিক আগ মুহূর্তে ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়েছেন। স্থানীয়ভাবে ‘কারেন্ট পোকা’ নামে পরিচিত Read more

বোরো ধানের দাম বেড়ে কৃষকদের মুখে হাসি

গত বছরের তুলনায় এবার বোরো ধানের চাষাবাদে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কৃষি বিপণন বিভাগ (ডিএএম) এর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে Read more

এদিকে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫৫০ টাকা, যা এক মাস আগে ছিল ৫২০ টাকা। পাম অয়েল লুজ প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯৬ টাকা, যা এক মাস আগে ছিল ৯৩ টাকা। পাশাপাশি, প্রতি কেজি বড় দানার মসুরের ডাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, যা এক মাস আগে ছিল ৮০ থেকে ৮৫ টাকা।

তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে টিসিবির প্রতিবেদনেও। গত এক মাসে খোলা সয়াবিন প্রতি লিটারে দাম বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহের ব্যবধানে প্রতি লিটার লুজ পাম অয়েলের দাম বেড়েছে ৫ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে, বছরের ব্যবধানে বড় দানার মসুরের ডাল প্রতি কেজিতে দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। মাঝারি দানার প্রতি কেজিতে বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ।

0 comments on “দাম বেড়েছে চাল-ডাল-তেলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ