Friday, 12 December, 2025

অ্যাপিয়ার্ড সনদের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিপাকে পড়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৭৫তম ব্যাচের শিক্ষার্থীরা। করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের চার বছরের স্নাতক কোর্স দীর্ঘায়িত হচ্ছে। ২০১৯ সালের ডিসেম্বরে স্নাতক কোর্স সম্পন্ন হওয়ার কথা থাকলেও সপ্তম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা এখনও বাকি। এমতাবস্থায় ৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদন করার জন্য অ্যাপিয়ার্ড সনদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। পরে কর্মসূচি শেষে লিখিত দাবিসমূহ উপাচার্যের কাছে জমা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবিসমূহ হলো- সপ্তম সেমিস্টারের সিটি ও কুইজের ৫০ শতাংশ এবং বিগত ৬ সেমিস্টারের ফলাফল গড় করে ৭ম সেমিস্টারের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা। অথবা ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করা। জানুয়ারি মাসের মধ্যে অষ্টম সেমিস্টারের চূড়ান্ত থিওরি পরীক্ষা শেষ করে এ্যাপিয়ার্ড সনদ প্রদান করা। যাতে ৪৩তম বিসিএসে আবেদন করা যায়। এছাড়াও শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসের মধ্যে অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালের জানুয়ারি মাসে অনার্স শুরু হলেও পাঁচ বছরের শেষের দিকে এসেও আমাদের সপ্তম সেমিস্টার শেষ হলো না। করোনা মহামারী না হলে এতদিনে আমাদের অনার্স শেষ হতো। ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন করতে সমস্যা হতো না। এখন বাস্তবতা চিন্তা করে যেকোন উপায়ে আমাদেরকে যেন অ্যাপিয়ার্ড সনদ দিয়ে আবেদনের সুযোগ করে দেয় এই দাবিতেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।

আরো পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘এই মাসের ৮ তারিখে একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিগুলো আমাদের বিবেচনায় আছে।’

0 comments on “অ্যাপিয়ার্ড সনদের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ