মাছ চাষে ফাইটোপ্লাংটন এর ভূমিকা রয়েছে । প্রাকৃতিক খাবার তৈরি করলে সম্পুরক খাদ্যের উপর চাপ কমে যায়। মাছ চাষে সম্পুরক খাবারের উপর চাপ কমাতে ফাইটোপ্লাঙ্কটনের কথাও জানা।
মাছ চাষে ফাইটোপ্লাংটন নিয়ে বিস্তারিত লেখা চাই
ফাইটোপ্লাংকটন কি ? মাছ চাষের ফাইটোপ্লাংটনের ভূমিকা ?
এদের মধ্যে সালোকসংশ্লেষ কারী প্রোক্যারিওট ও ইউক্যারিওট উভয়েই বর্তমান। ক্লোরোফিল থাকায় এরা নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে(অটোট্রফ্)।
এরা যেহেতু সালোকসংশ্লেষের জন্য সূর্যালোকের ওপর নির্ভরশীল তাই এরা জলের উপরিভাগে থাকে । সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল পৃথিবীর প্রায় অর্ধেক অক্সিজেন এদের অবদান। ফাইটোপ্লাংকটন সাঁতার কাটতে অক্ষম। অন্য জলজ প্রাণীদের খাদ্যের মুখ্য উৎস হলো এই ফাইটোপ্লাংকটন।
মাছ চাষের প্রাকৃতিক খাবার তৈরিতে মূল ভূমিকা রাখে এই ফাইটোপ্লাংটন। ফাইটোপ্লাংটন মাছের সম্পূরক খাবারের উপর চাপ কমিয়ে দেয়।
যেমন: শৈবাল।