Friday, 29 March, 2024

সর্বাধিক পঠিত

মাছের ডিমে স্বাস্থ্য উপকারিতা

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষমাছের ডিমে স্বাস্থ্য উপকারিতা
পাচ ফোড়ন asked 4 years ago

মাছের ডিমের মধ্যে কি মুরগির ডিমের মত স্বাস্থ্য উপকারিতা আছে? আমি জানতে চাই মাছের ডিমে স্বাস্থ্য উপকারিতা কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা নিয়ে জানতে চেয়েছেন ? এবং জানতে চেয়েছেন মুরগির ডিমের মত পুষ্টি ভিটামিন রয়েছে কিনা ? আসুন জেনে নেই মাছের ডিমের পুষ্টি উপকারিতা
মস্তিষ্কের স্বাস্থ্যে উন্নতি
মাছের ডিমে আছে ইপিএ, ডিএইচ ও ডিপিএ (এক ধরনের ফ্যাটি অ্যাসিড)। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।
রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হ্রাস
রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হাত, পা, কনুই, হাঁটু, কবজি ও গোড়ালির গাঁটকে প্রভাবিত করে। মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এ অসুখের লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে।
চোখ ভালো রাখতে
মাছের ডিমে আছে ভিটামিন-এ। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এবং রেটিনার কার্যকারিতাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ।
অ্যানিমিয়া থেকে মুক্তি
মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে খুবই সহায়ক।
হাড় শক্ত করতে
হাড়কে শক্ত করতে, দাঁতকে মজবুত এবং ভালো রাখতে সাহায্য করে মাছের ডিমে থাকা ভিটামিন-ডি।
হার্টের অসুখ প্রতিরোধে
হার্টের অসুখ প্রতিরোধেও এ খাবার বেশ উপকারী। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি মূলত হার্টকে সুস্থ রাখে।
রক্তচাপ নিয়ন্ত্রণে
মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া প্রদাহ হ্রাস করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে রক্ষা করে।
অনলাইন থেকে

জনপ্রিয় লেখা