Wednesday, 22 January, 2025

সর্বাধিক পঠিত

গবাদিপশুর ওলানফোলা (Mastitis or Mammitis) রোগের লক্ষন, প্রতিরোধ ও চিকিৎসা

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগবাদিপশুর ওলানফোলা (Mastitis or Mammitis) রোগের লক্ষন, প্রতিরোধ ও চিকিৎসা
রিশিকেশ asked 4 years ago

গরুর দুগ্ধ দোহন করতে দেয় না। গরুর দেহের তাপমাত্রা অনেক বেশি। ওলান ফুলে গেছে । গবাদিপশুর ওলানফোলা (Mastitis or Mammitis) রোগের লক্ষন, প্রতিরোধ ও চিকিৎসা কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

গরুর ওলান ফোলা বা ওলান প্রদাহ রোগের প্রভাবে অনেক গরু মারা যায়।

ওলান ফুলা বা ওলান প্রদাহ:

বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা গবাদি পশুর ওলান এ রোগে আক্রান্ত হতে পারে। দ্রুত উপযুক্ত চিকিৎসার অভাবে গরুর ওলান আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে।

ওলান ফুলা বা ওলান প্রদাহ লক্ষণঃ

ওলানফুলে শক্ত ও গরম হয়। ওলানে ব্যথা হয়। দুধ কমে যায় এমনকি বন্ধও হয়ে যায়। দুধের রং পরিবর্তন, কখনও পুজের মত বা রক্ত মিশ্রিত হয়। কখনও কখনও দুধের পরিবর্তে টাটকা রক্ত বের হয়।

ওলান ফুলা বা ওলান প্রদাহ করণীয়ঃ

দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। পশুকে শুকনা ও পরিস্কার পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। ওলান সর্বদা পরিস্কার রাখতে হবে। দোহনের পূর্বে দোহনকারীর হাত ধুয়ে নিতে হবে।

ওলানে দুধ জমিয়ে রাখা যাবেনা। কোন অবস্থায় ওলানে কোন কিছুর প্রলেপ দেয়া যাবেনা। ওলান গরম হলে ঠান্ডা এবং ঠান্ডা হলে ঈষৎ গরম সেক দিতে হবে। শক্ত ওলানে দিনে দুই তিন বার কর্পূর তৈল মালিশ করতে হবে। কোন অবস্থায়ই বিলম্ব না করে অসুস্থ পশুকে অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা করতে হবে। হাতুরে ডাক্তারের চিকিৎসার মারত্মক ক্ষতি হতে পারে।

ওলান ফুলা বা ওলান প্রদাহ চিকিৎসাঃ

ওলান ফোলা রোগটি জটিল প্রকৃতির বিধায় পশুচিকিৎসকের পরামর্শমত চিকিৎসা করানো উচিৎ।

জনপ্রিয় লেখা