বাংলাদেশের তরুণ মৎস্য চাষিদের মধ্যেই অনেকেই নতুন এক পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন যার নাম বায়োফ্লক, যা দেশে মাছের উৎপাদন অতি দ্রুত বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
আমি বায়োফ্লক তৈরির পদ্ধতি নিয়ে জানতে চাই ?
বায়োফ্লক তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হলঃ
প্রথমে ৫ পিপিএম প্রোবায়োটিক, ৫০ পিপিএম চিটাগুড়, ৫ পিপিএম ইস্ট, পানি প্রতি টনের জন্য ১ লিটার, একটি প্লাস্টিকের বালতিতে অক্সিজেন সরবরাহ করে ৮-১০ ঘণ্টা কালচার করতে হবে।
কালচার করা প্রোবায়োটিক যেদিন বায়োফ্লকে দিবেন তার পরদিন থেকে ১ পিপিএম প্রোবায়োটিক, ৫ পিপিএম চিটাগুড়, ১ পিপিএম ইস্ট, প্রতি টনের জন্য ১ লিটার পানি দিয়ে নির্দিষ্ট সময় ও নিয়ম করে কালচার করে প্রতিদিন প্রয়োগ করতে হবে।
আরো বিস্তারিত জানতে ক্লিক করুন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করবেন কিভাবে ?