Sunday, 27 July, 2025

সর্বাধিক পঠিত

একই জমিতে কুল ও মিষ্টি কুমড়ার চাষ


একই জমিতে উন্নত জাতের আপেল কুল ও মিষ্টি কুমড়ার চাষ করে সফলতা পেয়েছেন ঢাকার ধামরাইয়ে কুলা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের হাবিবুর রহমান। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।

নিজ উদ্যোগে বল সুন্দরী ও কাশ্মিরি জাতের আপেল কুল চাষ করে তিনি এ সফলতা লাভ করেছেন। প্রথম বছরেই মাত্র দুই লাখ টাকা খরচ করে তার পাঁচ বিঘা জমির আপেল কুলের দাম উঠেছে ছয় লাখ টাকা।

জানা যায়, হাবিবুর রহমান সেনা সার্জেন্ট থেকে অবসর নেয়ার পর ইউটিউব থেকে কুল চাষে বেশি লাভ করার বিষয় জানতে পারেন। প্রায় আট মাস আগে ফরিদপুর থেকে ৬০ হাজার টাকা দিয়ে এক হাজার ২০০টি উন্নত জাতের আপেল কুলের চারা কেনেন। এরপর নিজের বাড়ির পাশেই পাঁচ বিঘা জমিতে আপেল কুলের বাগান করেন। এর পর থেকেই তার কুল চাষে ব্যস্ততা বেড়ে যায়।

আরো পড়ুন
ভিয়েতনামের সিদা ৫৫৫ ধানে বাজিমাত নরসিংদীতে ‘স্মার্ট কৃষক’!

নরসিংদীর রায়পুরা উপজেলার পূর্বহরিপুর গ্রামের কৃষক আবদুর রহমান আউশ মৌসুমে ভিয়েতনামি উন্নত জাতের 'সিদা ৫৫৫' ধান চাষ করে অভাবনীয় সাফল্য Read more

বাজারে আলুর দাম কমলেও রপ্তানি বেড়েছে তিনগুণ

দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কৃষকদের ব্যাপক লোকসানের মুখে পড়তে হলেও, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আলু রপ্তানি গত তিন Read more

বর্তমানে তিনি একজন সফল কুলচাষি। তবে কুল চাষে কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। কুলের চারার মাঝখানে লাগিয়েছেন মিষ্টি কুমড়া। এসব কুল পাখির হাত থেকে রক্ষা করার জন্য পুরো জমিতেই নেট দিয়ে বেড়া দিয়েছেন। এক দিকে কুল চাষে লাভবান, অপর দিকে মিষ্টি কুমড়া চাষেও ভালো সাড়া ফেলেছেন।

হাবিবুর রহমান জানান, পাঁচ বিঘা জমিতে আপেল কুল ও মিষ্টি কুমড়ার চাষ করতে তার প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। বন্যার পানিতে অর্ধেক কুল গাছের চারা মারা যাওয়ার পরও সাত-আট মাসেই তার বাগানে বেশ ফলন হয়েছে। প্রতিটি গাছে ২০ থেকে ২৫ কেজি করে আপেল কুল ধরেছে। কুল দেখতে সুন্দর আবার খেতেও খুব মিষ্টি।

তিনি আরও বলেন, এখন প্রতিদিনই ঢাকার কাওরান বাজার থেকে পাইকাররা কুল কেনার জন্য তার বাগানে আসছেন। দামও বেশ ভালো পাওয়া যাচ্ছে। এলাকার অনেকেই তাকে দেখে কুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। হাবিবুর রহমানের বাগানে পর্যাপ্ত কুল গাছের চারা রয়েছে। যে কাউকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান জানান, হাবিবুর রহমান প্রথম বছরেই একই জমিতে কুল ও মিষ্টি কুমড়ার চাষ করে বাজিমাত করে দিয়েছেন। আমরা তাকে সার্বিক সহযোগিতা করতে সব সময় প্রস্তুত।

0 comments on “একই জমিতে কুল ও মিষ্টি কুমড়ার চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ