বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১১তম নারী দিবস উপলক্ষে ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার আয়োজিত হয়েছে।
সোমবার (৮ই মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বাকৃবির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আয়োজনে ওই অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিসারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা। অনুষ্ঠানে বক্তারা নারীদিবসের ইতিহাস, নারীদের ত্যাগ ও অর্জন, বর্তমান আধুনিক বিশ্ব গঠনে নারীদের কার্যকরী ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এছাড়া বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা বিশ্বের নারীদের অকুতোভয় সাহসী কার্যক্রম এবং তাদের ত্যাগের মহিমা বর্ণনা করেন আলোচকরা। বাংলাদেশে নারী সমতা শতভাগ নিশ্চিত হওয়াসহ নারী নির্যাতনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আইন বাস্তবায়নেরও জোর দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে মেধাবীদেরই অগ্রাধীকার দেওয়া হয় সবসময়ই, আর এদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নারীরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহ বিভিন্ন প্রকল্পে নারীরা যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়েছে তারা। এই করোনাতেও নারীরা তদের সকল সমস্যা খুব সাহসিকতার সাথেই মোকাবেলা করছে।
তিনি আরও বলেন, নারী পুরুষ উভয়ের সমতায় দেশের সর্বাধিক উন্নয়ন সম্ভব। আজকে আমাদের দেশের সুষ্ঠু পরিচালনা নারী নেতৃত্ত্বের সফলতার দিকেই ইঙ্গিত করে। নারীদের মেধা বিকাশে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। নারীদের সব অধিকার যথাযথভাবে আদায় করতে হবে।
অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদের সভাপতিত্বে ও অধ্যাপক ড. ইসমত আরা বেগমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ড. লুৎফুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন ও বাকৃবি মহিলা সংঘের সভাপতি মিসেস সেলিনা সুলততানা খান এবং আলোচক হিসেবে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, সামাজিক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা বনশ্রী মিত্র নিয়োগীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।