আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে। যার জন্য এ বছর সারের জন্য বাড়তি ভর্তুকি দিতে হবে। আর সারের জন্য বাড়তি ভর্তুকি দিতে হবে ২৮ হাজার কোটি টাকা লাগবে। এমন তথ্যই জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে তিনি আশ্বস্ত করেছেন এর জন্য সারের দাম বাড়বে না বলে।
২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে
এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর এফডিসিতে গত শনিবার ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ’ শীর্ষক ছায়া সংসদ আয়োজিত হয়।
এ সময় কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরে ২৮ হাজার কোটি টাকা লাগবে সারের ভর্তুকিতে।
এখন পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেয়া হয়েছে।
আগামী জুন পর্যন্ত আরও ৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে তিনি জানান।
মন্ত্রী জানান আন্তর্জাতিক বাজারে সারের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে।
সেই সাথে পরিবহন ব্যয় বেড়ে গেছে যার ফলে এ বিশাল অংকের ভর্তুকি দিতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন প্রতি বছর ৮-৯ হাজার কোটি টাকা এমনিতেও ভর্তুকি দিতে হয়।
তিনি জানান যে, এতো বিশাল অংকের ভর্তুকির বিষয়ে সরকার দুঃশ্চিন্তায় রয়েছে।
এতো ভর্তুকি দিলে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে বিধায় সরকারের এ দুশ্চিন্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃষকবান্ধব উল্লেখ করে মন্ত্রী জানান তার নির্দেশে কোন প্রকার সারের দাম বাড়াবে না সরকার।
কৃষকের কল্যাণে ও কৃষির উন্নয়ন অব্যাহত রাখতে এ মুহূর্তে সারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারে ভর্তুকি দিয়ে যাবেন।
কৃষি মন্ত্রণালয়ের পর্যালোচনায় জানানো হয়, চলতি বছরে সারে এখন পর্যন্ত ৬ হাজার কোটি টাকার ভর্তুকি দেয়া হয়েছে।
কৃষিতে আরও ১৩ হাজার কোটি টাকা ভর্তুকি প্রক্রিয়াধীন রয়েছে।
জুন পর্যন্ত আরও ৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।
গত অর্থবছর সারে ভর্তুকি দেয়া হয়েছিল ৭ হাজার ৭০০ কোটি টাকা।
আগামী ৩-৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।
তিনি জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে।
এছাড়া ইতোমধ্যে আন্তর্জাতিক মানের অনেকগুলো ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে নিরাপদ ফসলের উৎপাদনের চেষ্টা চলছে ক্রমাগত।
ভালো কৃষি চর্চা মেনে ইতোমধ্যেই উৎপাদন কাজ শুরু হয়েছে।
এটি মেনে ফসল উৎপাদন হলে খাবার নিরাপদ ও পুষ্টিকর হবার পাশাপাশি রপ্তানি বাড়বে বলে তিনি মনে করেন।