Sunday, 22 December, 2024

সর্বাধিক পঠিত

সমবায়ের মাধ্যমে নায্যমূল্য নিশ্চিত সম্ভব: কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

সমবায়ের মাধ্যমে নায্যমূল্য নিশ্চিত সম্ভব বলে মনে  করেন কৃষিমন্ত্রী। এভাবে ফসল উৎপাদন ও বাজারজাত করলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। এমনটাই মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গত শনিবার টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর সমবায় দর্শনকে কাজে লাগাতে হবে

কৃষিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সমবায় আন্দোলন ও দর্শনকে সফলভাবে কাজে লাগাতে হবে।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

এটি যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে দেশে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এছাড়া উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও সঠিক বাজারজাতের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন যে বঙ্গবন্ধু সব সময় সমবায় আন্দোলন ও উৎপাদন ব্যবস্থার কথা বলতেন।

মন্ত্রী আরও বলেন, এ সমবায়ে কৃষকের জমি কেউ নেবে না।

বরং সবার জমিকে একসঙ্গে করে চাষ করে একত্রে ফসল উৎপাদন করা হবে।

তার মতে, আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর সমবায় দর্শনকে সঠিক ও যথাযথ ভাবে কাজে লাগাতে হবে।

এটি সফল ভাবে কাজে লা্গাতে পারলে দেশের খণ্ডবিখণ্ড জমিতে উৎপাদন বহুগুণে বেড়ে যাবে।

অন্য দিকে উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাত ও সঠিক বাজারজাত সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি তার বক্তব্যে জানান, বর্তমান সরকার ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের বিভিন্ন কৃষিযন্ত্র যেমন কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন যন্ত্র দিচ্ছে।

এর ফলে কৃষকরা এখন এসব যন্ত্র সহজেই কিনে নিতে পারছেন।

তিনি বলেন ভর্তুকি না হলে খুব কমসংখ্যক কৃষকই ৩০ লাখ টাকা দামের একটা কম্বাইন হারভেস্টার কিনতে পারতেন।

মন্ত্রী তার বক্তব্যে যোগ করেন যে  সমবায় বা সমিতির মাধ্যমে কৃষকরা এগিয়ে এলে কৃষিযন্ত্র কেনা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন যে মধুপুরে আনারস উৎপাদনের সুযোগ কাজে লাগাতে সরকার কাজ করছে বলে।

তার মত অনুসারে, মধুপুরের আনারস উৎপাদনের সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে হবে।

আর সরকার এই লক্ষ্যে কাজ করছি।

ফিলিপাইন থেকে আনারসের উন্নত জাতের চারা আনা হচ্ছে বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এ বছর আরও ছয় লাখ উন্নত জাতের আনারসের চারা সরকার মধুপুরে বিতরণ করবে বলে তিনি জানান।

0 comments on “সমবায়ের মাধ্যমে নায্যমূল্য নিশ্চিত সম্ভব: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *