ভাদ্র মাসে কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা নেয়া উচিত। তাই চলুন জেনে নেয়া যাক ভাদ্র মাসের কৃষি ব্যবস্থাপনা।
তুলা চাষে ব্যবস্থাপনা
- ভাদ্র মাসের প্রথম দিকেই শেষ করতে হবে তুলার বীজ বপন কাজ।
- বৃষ্টির ফাঁকে জমির জো অবস্থা বুঝে ৩-৪টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। এতে বিঘাপ্রতি বপন করতে হয় প্রায় ২ কেজি তুলা বীজ।
- প্রতি লাইন থেকে লাইনের দূরত্ব ৬০ থেকে ৯০ সেন্টিমিটার হতে হবে। বীজ থেকে বীজের দূরত্ব রাখতে হয় ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার।
- খুব সীমিত সময়ে তুলার বীজ বপন করতে হয়। তাই সময় না থাকলে জমি চাষ না দিয়ে জমি আগাছামুক্ত করে ডিবলিং পদ্ধতিতে বীজ বপন করা যায়।
- বীজ গজানোর পর সারির মাঝখানের মাটি কোদাল দিয়ে আলগা করে দিতে হবে।
- সমতল এলাকার জন্য সিবি-৯, সিবি-১২, হীরা হাইব্রিড রূপালী-১, ডিএম-২, ডিএম-৩ অথবা শুভ্র জাতের চাষ করা যায়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি তুলা-১ এবং পাহাড়ি তুলা-২ নামে উচ্চফলনশীল জাতের তুলা চাষ করা যায়।
শাকসবজি চাষে ব্যবস্থাপনা
- ভাদ্র মাসে বপন করা যায় লাউ ও শিমের বীজ। এজন্য মাদা বা গর্ত তৈরি করতে হবে ৪-৫ মিটার দূরে দূরে ৭৫ সেমি. চওড়া এবং ৬০ সেমি. গভীর করে।
- প্রতি মাদায় প্রয়োগ করতে হবে ২০ কেজি গোবর, ২০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি সার। মাদা তৈরি হলে প্রতি মাদায় ৪-৫টি বীজ বুনে দিতে হবে। চারা গজানোর ২-৩ সপ্তাহ পর দুই-তিন কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। ২৫০ গ্রাম ইউরিয়া ও ৭৫ গ্রাম এমওপি সার উপরিপ্রয়োগ করতে হবে।
- আগাম শীতকালীন সবজি চারা এ সময় উৎপাদনের কাজ শুরু করা যেতে পারে।
- এমন জায়গা নির্বাচন করতে হবে সবজি চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো বাতাস লাগে।
- এক মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে বীজতলা করতে হবে। সেখানে উন্নত জাতের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো এসবের বীজ করা যেতে পারে।
বৃক্ষ জাতীয় গাছপালা
- ভাদ্র মাসেও রোপণ করা যায় ফলদ বৃক্ষ এবং ঔষধি গাছের চারা।
- বৃষ্টিতে মৌসুমের রোপিত চারা নষ্ট হলে সেখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে নতুন চারা লাগিয়ে।
- এছাড়া এ বছর রোপণ করা চারার গোড়ায় মাটি দিতে হয়। চারার আতিরিক্ত এবং রোগাক্রান্ত ডাল ছেঁটে দিতে হবে। এতে বেড়া ও খুঁটি দেয়া, মরা চারা তুলে নতুন চারা রোপণসহ অন্যান্য পরিচর্যা করতে হবে।
- ভাদ্র মাসে ছেটে দিতে হয় আম, কাঁঠাল, লিচু গাছ। ফলের বোঁটা, গাছের ছোট ডালপালা, রোগাক্রান্ত অংশ ছেটে দিলে পরের বছর বেশি করে ফল ধরে। ফল গাছে রোগও কম হয় অনেক।