Tuesday, 02 December, 2025

দুই দফা দাবিতে বাকৃবিতে ছাত্রফন্টের বিক্ষোভ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দফা দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টার মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

দুই দফা দাবিগুলো হলো- স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ খুলে পরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে এবং ক্যাম্পাস খোলার রোডম্যাপ প্রকাশ করতে হবে।

আরো পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সহ-সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি গৌতম করের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রিফা সাজিদাসহ অন্যান্য নেতবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে আমাদের বিশ্ববিদ্যালয় বিগত নয় মাস ধরে বন্ধ আছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মাঝে পড়েছে। পরবর্তীতে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। সেটিও নেটওয়ার্ক সমস্যা, অধিক ডাটাচার্জ, ডিভাইস সমস্যা ও পারিবারিক-অর্থনৈতিক সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মাঝেই অনার্স শিক্ষা কার্যক্রমের বিভিন্ন লেভেলে বিগত সেমিস্টারের অসম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস ও ফাইনাল পরীক্ষা স্থগিত রেখে সামনের সেমিস্টারের ক্লাস শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাটাচার্জ ও ডিভাইস ক্রয়ের জন্য টাকা প্রদানের কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। আমরা শুরু থেকেই এই বিষয়গুলো দাবী জানিয়ে এসেছি।

বক্তারা আরও বলেন, সম্প্রতি ভেটেরিনারি অনুষদের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে সশরীরে নেয়া হচ্ছে। এবং অত্যন্ত হতাশাজনক যে আবাসিক হলগুলো বন্ধ রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেয়া শিক্ষার্থীদের চূড়ান্ত হয়রানির মাঝে ফেলেছে।

সারাদেশে চলমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাগুলির প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীদের জন্য বিষয়টি প্রচন্ড অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কবে বিশ্ববিদ্যালয় খোলা হবে এখনো তা শিক্ষার্থীদের কাছে অনিশ্চিত। তাই কবে ক্যাম্পাস খোলা হবে এবং খোলার পর বিগত সেমিস্টারের ক্লাস টেস্ট, ফাইনাল পরীক্ষা ও চলমান সেমিস্টারের পরীক্ষা কিরূপে নেয়া হবে সেই ঘোষণা এখন সময়ের দাবি। তা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন আরও অনিশ্চয়তার মধ্য পড়বে।

0 comments on “দুই দফা দাবিতে বাকৃবিতে ছাত্রফন্টের বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ