Thursday, 24 July, 2025

সর্বাধিক পঠিত

একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি


দেশের পোল্ট্রি শিল্পে অস্থিরতা নতুন নয়। তবে, সম্প্রতি একদিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার (ডিওসি) দামে নজিরবিহীন পতন দেখা দিয়েছে, যা ছোট ও মাঝারি হ্যাচারিগুলোকে তীব্র সংকটে ফেলেছে। অনেক হ্যাচারি মালিক বাধ্য হচ্ছেন তাদের প্যারেন্ট স্টক (বাচ্চা উৎপাদনকারী মুরগি) বিক্রি করে দিতে, যা শিল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

ঝিনাইদহের ইউনিভার্সাল পোলট্রি হ্যাচারিজ লিমিটেডের মতো বড় প্রতিষ্ঠানগুলোও এই সংকটের মুখে পড়েছে। ঈদুল আজহার আগে তাদের ৭০ হাজার ব্রয়লার ও কালার প্যারেন্ট স্টক থাকলেও, ডিওসির দামে লাগাতার পতনের কারণে ইতিমধ্যেই ২০ হাজার প্যারেন্ট স্টক কেজি দরে বিক্রি করতে হয়েছে। বর্তমানে ৫০ হাজার প্যারেন্ট স্টক নিয়ে টিকে থাকলেও, বাজার পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় তারা ভবিষ্যৎ আর্থিক ক্ষতির মুখে রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে প্রায় ১৮ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।

সারা দেশে একই চিত্র

আরো পড়ুন
বাজারে আলুর দাম কমলেও রপ্তানি বেড়েছে তিনগুণ

দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কৃষকদের ব্যাপক লোকসানের মুখে পড়তে হলেও, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আলু রপ্তানি গত তিন Read more

মার্কিন শুল্কের চাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আরোপিত সম্পূরক শুল্কের চাপ সামাল দেওয়ার অংশ হিসেবে দেশটি থেকে বছরে সাত লাখ টন গম আমদানির জন্য একটি সমঝোতা Read more

শুধু ইউনিভার্সাল হ্যাচারিই নয়, খাতসংশ্লিষ্টরা জানাচ্ছেন, সারা দেশের অনেক হ্যাচারি মালিকই ডিওসির দাম পড়ে যাওয়ায় টিকে থাকতে না পেরে কার্যক্রম বন্ধ বা সীমিত করে দিচ্ছেন। হ্যাচারি মালিকদের তথ্যমতে, বর্তমানে প্রতি পিস ব্রয়লার ডিওসি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে উৎপাদন খরচ ৪০ থেকে ৪২ টাকা। একইভাবে, লেয়ার ডিওসি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যার উৎপাদন খরচ প্রায় ৪৭ টাকা। এছাড়া কালার মুরগির বাচ্চা ২০ থেকে ২৩ টাকা ও সোনালি মুরগির বাচ্চা ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

অথচ, গত এপ্রিলে সরকার ব্রয়লার ডিওসির সর্বোচ্চ খুচরা মূল্য ৬০ টাকা এবং লেয়ারের বাচ্চার ক্ষেত্রে ৬৫ টাকা (ভ্যাকসিন ছাড়া) নির্ধারণ করে দিয়েছিল। সেই হিসেবে, বর্তমানে হ্যাচারি মালিকরা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ৫ থেকে ৬ গুণ কম পাচ্ছেন।

দীর্ঘমেয়াদী দরপতনের কারণ

হ্যাচারি মালিকরা বলছেন, কোরবানির ঈদের সময় মুরগির বাচ্চার চাহিদা কিছুটা কমে যাওয়া স্বাভাবিক। তবে এবারের দরপতন অস্বাভাবিক এবং দীর্ঘমেয়াদী। গত বছর বাচ্চার দাম এক পর্যায়ে ৯০-১০০ টাকা পর্যন্ত উঠেছিল। সে সময় অধিক মুনাফার আশায় অনেকে নতুন করে বিনিয়োগ করে প্যারেন্ট স্টক বাড়িয়েছিল। ফলে এবার চাহিদার চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি উৎপাদন হচ্ছে, যা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্যমতে, প্রতি সপ্তাহে দেশে ব্রয়লার মুরগির বাচ্চার চাহিদা প্রায় ১ কোটি ৫০ লাখের আশেপাশে, অথচ উৎপাদন হচ্ছে প্রায় ২ কোটির মতো। লেয়ার বাচ্চার সাপ্তাহিক চাহিদা ১০ থেকে ১১ লাখ হলেও উৎপাদন হচ্ছে ১৪ থেকে ১৫ লাখ। কালার ডিওসির চাহিদা যেখানে ২০ থেকে ২৫ লাখ, সেখানে উৎপাদন হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ।

ইউনিভার্সাল পোলট্রির জেনারেল ম্যানেজার অরবিন্দ বিশ্বাস টিবিএস-কে বলেন, “গত বছর দাম বেশি থাকায় এবার সবাই ওভার প্রোডাকশনে (অতিরিক্ত উৎপাদন) গিয়েছে। অনেকে নতুন বিনিয়োগ করে প্যারেন্ট স্টক বাড়িয়েছে। টানা দেড়-দুই মাসের লোকসানে বড় হ্যাচারি মালিকরা টিকে গেলেও ছোট হ্যাচারিগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না।”

পুনরুদ্ধারের চেষ্টা ও বর্তমান পরিস্থিতি

করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আগে প্রায় ৬৫ থেকে ৭০টি হ্যাচারি বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত এক বছরে এর মধ্যে ৮ থেকে ১০টি হ্যাচারি পুনরায় উৎপাদন শুরু করেছে, যা আশার আলো দেখাচ্ছিল। বর্তমানে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তালিকাভুক্ত সদস্য সংখ্যা ১০০, যারা দেশের অধিকাংশ ডিওসি উৎপাদন করে থাকে। এর মধ্যে ৪৪টি হ্যাচারি নিয়মিতভাবে ডিওসি উৎপাদন করছে।

বিএবি-এর প্রেসিডেন্ট ও পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, পোল্ট্রি খাতে ২৫ বছরের অভিজ্ঞতায় তিনি কখনও এত ভয়াবহ ও দীর্ঘস্থায়ী দরপতন দেখেননি। তিনি বলেন, “মেশিন থেকে বের হওয়ার পর বাচ্চা সঙ্গে সঙ্গেই বিক্রি করে দিতে হয়। না হলে পরে এই বাচ্চার আর কোনো ব্যবহার থাকে না। আমি ২৫ বছর ধরে এই সেক্টরে আছি – এমন দরপতন আগে কখনও দেখিনি।”

তিনি আরও বলেন, “কোরবানির সময় সাধারণত ১৫-২০ দিনের জন্য বাচ্চার দাম কিছুটা কমে যায়, কারণ তখন মুরগির চাহিদা কম থাকে। কিন্তু এবারের মতো দীর্ঘ সময় ধরে দাম এত নিচে থাকার নজির নেই।”

চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনকেই দাম কমার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, “গত এক বছরে প্যারেন্ট স্টকের সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। এমন অপরিকল্পিত সেক্টর কোনো দেশে নেই। সপ্তাহে ৪০ থেকে ৪৫ লাখ ডিওসি বেশি উৎপাদন হচ্ছে। অথচ এই সেক্টরের উৎপাদন বা বাজার পরিস্থিতি মনিটরের (পর্যবেক্ষণ) কোনো কার্যকর ব্যবস্থা নেই। একদিন বয়সী বাচ্চা বেশিক্ষণ রাখা যায় না – তাই সামান্য অতিরিক্ত উৎপাদন হলেই দ্রুত দরপতন ঘটে।”

0 comments on “একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ