আউশের আবাদ ফিরিয়ে আনতে মাত্র ৯৫ দিনে আউশ ধান উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) । সময় ও খরচ বাঁচিয়ে বিনাধানের নতুন জাতের ফলনে এটাই রেকর্ড ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) জাতের ধান উৎপাদনে পানি লাগবে কম, বোরো ধানের চেয়ে আবাদে খরচও কম হবে । আবিস্কৃত নতুন দুই জাতের নাম উচ্চফলনশীল বিনাধান-১৯ ও বিনাধান-২১, যা বপনের ৯৫ দিন পর কাটা যায়।
বিনাধান-১৯ এবং বিনাধান-২১ এর উদ্ভাবক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আবুল কালাম আজাদ এবং মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনাধান-১৯ এবং বিনাধান-২১ এর পরীক্ষামূলক চাষের পর চলতি মৌসুমে কৃষকদের মধ্যেও এসব জাত ছড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক এই ধান চাষ করে ভালো ফলনও পেয়েছেন।