স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী বা নকশাকার নিয়োগ দিতে যাচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হবে। এসব পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে।
উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩।
বিস্তারিত এই লিংকে এবং ফি জমাদান ও আবেদন পদ্ধতি জানতে এই লিংকে থেকে ক্লিক করুন।