Thursday, 25 April, 2024

সর্বাধিক পঠিত

লাভবার্ড (Love Bird) পাখি পালন পদ্ধতি এবং পরিচর্যা


Love Bird (লাভ বার্ড)

লাভবার্ড (Love Bird) খুবই চটপটে একটি পাখি, সারাদিন বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য আচরণটি হল উচ্চস্বরে কিচির মিচির ডাক। এদের গড় আয়ুঃ ২০ বছর। এরা ৫-৭ ইঞ্ছি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়।

বাংলাদেশে যে প্রজাতির লাভ বার্ড বেশি পাওয়া যায় সেগুলো হলো লুটিনো, রোজি ফেসড বা পিচ ফেসড, গ্রিন ফিসার, লুটিনো ফিসার, ইয়েলো ফিসার, চিকমাস্ক বা ব্লাকমাস্ক, ব্লু মাস্ক, বিভিন্ন রকম অপালিন ইত্যাদি।

আজকের আলোচনা পোষা লাভবার্ড (Love Bird) পাখি পালন পদ্ধতি এবং পরিচর্যা নিয়ে –

আরো পড়ুন
ভেটকি মাছের নার্সারি ও চাষ ব্যবস্থাপনা

ভেটকি মাছ, বারমুন্ডি, সি বাস (Sea Bass) অনেক জনপ্রিয় এবং সুস্বাদু একটি মাছ। কম কাঁটাযুক্ত ও অধিক অসম্পৃক্ত তেল সমৃদ্ধ Read more

করলার লাভজনক চাষ পদ্ধতি
লাভজনক করলা চাষ

করলার লাভজনক চাষ চাষ পদ্ধতি করলার ইংরেজি নাম Gourd, আমাদের দেশে করলা গ্রীষ্মকালীন সবজি হলেও বর্তমানে করলা বার মাসই বাজারে Read more

কেমন হবে লাভ বার্ড পাখির খাবার তালিকা ?

লাভবার্ড পাখির সীডমিক্সে সাধারনত কাউন, চিনা, বাজরা, তিসি, সূর্যমুখী ফুলের বিচি, কুসুম ফুলের বিচি, সরিষা, ধান, বিভিন্ন ধরনের ফল, কচি ঘাসের পাতা ও সবজি ও বিভিন্ন ফল খেতে পছন্দ করে।

সীডমিক্সের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের শাক, সবজি, ফলমূল দেয়াও জরুরী। খাঁচায় কাটেল ফিসবোনও রাখতে হবে।

Agapornis_fischeri Love Bird (লাভ বার্ড).
Agapornis_fischeri Love Bird (লাভ বার্ড).

লাভ বার্ড একটি পাখি দিনে প্রায় ৪০ থেকে ৬০ গ্রাম খাবার গ্রহণ করে।

এই পাখি প্রচুর পানি পান করে। তাই সারাক্ষণ পানির ব্যবস্থা করতে হবে । এরা প্রতিদিন গোসল করতে পছন্দ করে । লাভ বার্ড অলস প্রকৃতির ও শান্তি প্রিয় পাখি, তাই এদের খুব নিরিবিলি পরিবেশে রাখতে হয় ।

লাভ বার্ড পাখি পালনে কি কি বিষয়ে বাড়তি সর্তকতা

পোষা পাখির খাচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পাত্র না থাকে । কারণ এরা ওদের ধারাল দাঁত দিয়ে সারাক্ষণ কামড়ায় । কোন কারণে প্লাস্টিক কেটে খেয়ে ফেললে, অসুস্থ বা মারা যেতে পারে ।

খাচায় পাখি পালন করতে হলে ২৪x ২৪ x ২৪ ইঞ্চি একটি খাচায় এক জোড়া পাখি পালন করতে হবে । খাচায় যখন পাখি পালন করা হয় তখন পাখি অনেক ভিটামিন- মিনারেল গ্রহণ করতে পারে না ।

এজন্য পাখি চিকিৎসাকের পরামর্শে ভিটামিন ও মিনারেল অন্যান্য খাবারের সঙ্গে দিতে হবে।

লাভ বার্ড পাখির রোগ বালাই

পাখির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। লাভ বার্ড পাখি আপনাদের একটু যন্ত করে পালতে হবে। লাভ বার্ড পাখির কি কি রোগ হয় ?

পাখির ঠান্ডা সবচেয়ে বেশি হয়,  লাভ বার্ড পাখির চোখে ও ইনফেকশন হয়, এই পাখির পেটের সমস্যা হয় ও  লাভ বার্ড পাখির পায়ে গা হওয়া।

রোগ বালাই লাভ বার্ড পাখির চিকিৎসা

লাভ বার্ড পাখির রোগ হলে আপনারা কি করবেন ? আপনারা আপনাদের পাখির ঠান্ডা লাগলে সেই পাখিকে একটু গরম পানির সাথে নাপা ঔষধ খাওয়াবেন৷

love bird (PureBlue)
love bird (PureBlue)

পোষা লাভ বার্ড পাখির অন্য কোন সমস্যা হলে দ্রুত প্রানী চিকিৎসক এর সাথে যোগাযোগ করুন।

লাভ বার্ড পাখি নর মাদি চেনার উপায় ?

পাখির নর মাদি চেনার উপায় কি ? লাভ বার্ড পাখি এর নর মাদি চেনার কিছুটা কঠিন।

কিভাবে লাভ বার্ড পাখির নর ও মাদি চেনা যায়। মাদি লাভ বার্ড পাখির মাথা ছোট আর চিকন থাকবে, আর যে পাখির মাথা একটু মোটা আর একটু বড় সেটা নর।

পাখির স্বাস্থ্য দেখেও আপনারা নর মাদি চিনতে পারবেন। নর লাভ বার্ড এর স্বাস্থ্য ভালো থাকবে।

লাভ বার্ড পাখি যখন একটি আরেকটির উপর উঠে চরা দিবে তখনও আপনারা এই লাভ বার্ড পাখি চিনতে পারবেন। যেই পাখিটা উপরে উঠে চরা দিবে সেইটাকে নর বলা হয়।

লাভ বার্ড পাখি যখন ডিম পারবে তখনও আপনারা নর মাদি চিনতে পারবেন। যে পাখি ডিম  দিবে সেটা হচ্ছে মাদি আর যে পাখি ডিম দিবে না সেটা হচ্ছে নর।

2 comments on “লাভবার্ড (Love Bird) পাখি পালন পদ্ধতি এবং পরিচর্যা

নাহিদ আল রন

বাংলাদেশে লাভ বার্ড পাখি পালন পদ্ধতির উপর উচ্চ প্রশিক্ষন নেয়ার কোন কেন্দ্র আছে কি??

Reply
এগ্রোবিডি২৪

নাহিদা আল রন আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে লাভ বার্ড পাখি পালন পদ্ধতির উপর প্রশিক্ষন কেন্দ্র নাই। তবে আপনি চাইলে যুব উন্নয়ন কেন্দ্রে পাখি বিষয়ক ট্রেইনিং করতে পারেন।

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *